BSF

সর্ষে উদ্ধার করলো বিএসএফ

জেলা

মধুগাড়ির ভারতীয় চর জমি থেকে কেটে নিয়ে যাওয়া ফসল উদ্ধার করলো বিএসএফ। প্রতি বছরের মতো এবারও চর জমিতে সর্ষে চাষ করেছিলো কাছারিপাড়া গ্রামের আনাজ চাষী ভজহরি মণ্ডল। বুধবার বিকেলে ওই জমি থেকে (প্রায় ১০ কাঠা জমির ) সর্ষে কেটে নদী পার করে এক জায়গায় জড়ো করে রাখে বাংলাদেশী দুষ্কৃতীরা। খবর পেয়ে ভজহরি বিষয়টি সীমান্তে কর্তব্যরত বিএসএফকে জানায়। সর্ষে গুলো যাতে বাংলাদেশীরা তাদের এলাকায় নিয়ে যেতে না পারে তার জন্য নিউ উদয় বিওপির বিএসএফ কড়া নজরদারী রাখে। এদিন সকালে বাংলাদেশী দুষ্কৃতীরা কেটে রাখা সর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিউ উদয় বিওপির কোম্পানি কমান্ডার রাকেশ কুমারের নেতৃত্বে এক দল বিএসএফ সর্ষে গুলো উদ্ধার করে কৃষকে ফেরৎ দেন। 

Comments :0

Login to leave a comment