Buxar-Tatanagar Express

ছড়রা রেল স্টেশনের অদূরে এক্সপ্রেস ট্রেনে আগুন

রাজ্য জেলা

বক্সার - টাটানগর দানাপুর এক্সপ্রেস ট্রেনে আগুন। বুধবার দক্ষিণপুর আদ্রা ডিভিশনের অন্তর্গত আদ্রা - পুরুলিয়া শাখার ছড়রা রেল স্টেশনের অদূরে ট্রেনের শৌচালয়ে আগুন লাগে বলে খবর। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যাত্রীবাহী কামড়ায়। কামরা থেকে ধোঁয়া উঠতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।  খবর পেয়ে দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ । বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রেল দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি। ট্রেনটিকে দুটি ভাগ করে নিয়ে ক্ষতিগ্রস্ত কামরাটিকে রেখে দেওয়া হয়েছে। বাকি কামরাগুলোকে ছড়রা স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে থেকে পরে ট্রেনটিকে গন্তব্যস্থলের দিকে রওনা করাবে বলে জানিয়েছে রেল দপ্তর। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।

Comments :0

Login to leave a comment