Lovely Maitra

লাভলির বিরুদ্ধে মামলা হাইকোর্টে

রাজ্য

সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা হলো হাইকোর্টে। সম্প্রতি সমাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লাভলিকে বলতে শোনা যায়, ‘‘২০১১ সালে বদল হয়েছিল বদল হয়নি তাই সায়ন, সুজনরা ঘুরতে পারছে। মনে রাখতে হবে এটা ২০২৪। এবার বদলা হবে।’’
আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন সমাজের সব অংশের মানুষ। প্রতিদিন রাজ্যের প্রতিটা প্রান্তে বিচারের দাবিতে বিক্ষোভ, মিছিল চলছে। রাত জেগে চলেছে প্রতিবাদ। সাধারণ মানুষের এই আন্দোলন চাপে ফেলেছে শাসক দলকে। আর তাই সিপিআই(এম)কে সামনে রেখে প্রতিনিয় মানুষের মধ্যে ভয়ের বার্তা ছড়িয়ে দিতে চাইছে তৃণমূল।
তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী ভাবে নামাতে হয়, আমরা খুব ভাল ভাবে জানি।’’ 
তৃণমূল বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলার আবেদন জানানো হয়। বুধবার আদালতের পক্ষ থেকে মামলার অনুমতিও দেওয়া হয়েছে। শুক্রবার বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।
গত ২৮ আগস্ট দলের ছাত্র সংগঠনের সভা থেকে মুখ্যমন্ত্রী দলের কর্মীদের ‘ফোঁস’ করার নিদান দেন। তারপরই সেদিন দূর্গাপুরে হামলা হয় এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির মিছিলের ওপর হামলা চালায় তৃণমূল। ক্যানিংয়ের তৃণমূল বিধায়কের অভিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

Comments :0

Login to leave a comment