Protest Student Karandighi

টাকা নিয়ে ‘তরুণের স্বপ্ন’, অবরোধ করণদিঘির স্কুলছাত্রদের

জেলা

বুধবার করণদিঘির অন্তর্গত রসাখোয়া হাইস্কুলে ছাত্রছাত্রীরা অবরোধে।

তরুণের স্বপ্নপ্রকল্পে নাম নথিভুক্ত করতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছেন বিদ্যালয়ের এক শিক্ষাকর্মী। 

এমনই অভিযোগ তুলেছে বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া হাইস্কুলে ছাত্রছাত্রীরা। বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখায় তারা। 

পড়ুয়াদের অভিযোগ, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী তরুণের স্বপ্নপ্রকল্পে ট্যাব কেনার টাকা দেওয়া হয় একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের। ওই প্রকল্পে নাম নথিভুক্ত করতে বিদ্যালয়ের এক শিক্ষাকর্মী পড়ুয়া পিছু বেআইনিভাবে ১০০ টাকা করে নিচ্ছিলেন। তার প্রতিবাদে এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজ্য সড়ক অবরোধ করে টাকা ফেরতের দাবিতে সরব হয়। 

এদিকে অবরোধের জেরে বিশাল যানজটের সৃষ্টি হয়। করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ছাত্রছাত্রীর আশ্বাস দেয় পুলিশ যা বিষয়টি দেখা হবে। এরপর অবরোধ তুলে নেয় তারা। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলম এদিন বলেন, ‘‘আমি চিকিৎসার কারণে আজ ছুটিতে রয়েছি। বিষয়টি শুনেছি। তবে এভাবে টাকা নেওয়া যায় না। আগামীকাল বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

Comments :0

Login to leave a comment