এসএসসি দুর্নীতি মামলায় যেই ২৬ হাজার চাকরি বাতিলের রায় হাইকোর্ট দিয়েছিল সেই রায়েই বহাল রাখা হোক। সোমবার সুপ্রিম কোর্টে বললো সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে, সাদা খাতা জমা দিয়েছে চাকরি পেয়েছে অনেকে। এই সংক্রান্ত মামলায় হাইকোর্টের যেই রায় তা বহাল রাখার আবেদন জানানো হয়েছে।
মামলাকারিদের পক্ষ থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্য এর আগে সুপ্রিম কোর্টে জানান যারা আবেদন করে পরীক্ষায় বসেছিলেন তাদের নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিন্তু আবেদন না করে যারা চাকরি পেয়েছে তাদের যাতে কোন সুযোগ না দেওয়া হয় তার আবেদন তিনি করেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এসএসসির কাছে জানতে চায় নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব কি না সেই সময় এই কথা বলেন বিকাশ।
গত বছর এপ্রিল মাসে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ রশিদের বেঞ্চ ২০১৬র এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিলের রায় দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এর আগে এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছিল যোগ্য এবং অযোগ্যদের তালিকা আদালতে জমা করার জন্য সেই তালিকা তারা জমা দিতে পারেননি।
SSC SUPREME COURT
২৬ হাজার চাকরি বাতিলের পক্ষে সওয়াল সিবিআইয়ের
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24016/67a9c837d0105_sc.jpeg)
×
Comments :0