RG Kar Student Death

২৪ ডিসেম্বর আর জি কর খুন ও ধর্ষণ ঘটনার রিপোর্ট জমা করতে হবে সিবিআইকে

রাজ্য

আগামী ২৪ ডিসেম্বর আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণ ঘটনা সংক্রান্ত সমস্ত নথি এবং স্টেটাস রিপোর্ট হাইকোর্টে জমা দিতে সিবিআইকে। বৃহস্পতিবার নির্যাতীতার বাবা মা’র করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এদিন সিবিআই তদন্তের ওপর অনাস্থা জানিয়ে, নতুন করে তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতীতা চিকিৎসকের বাবা মা। তারা সরাসরি অভিযোগ করেন যে প্রমান লোপাট করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। 
উল্লেখ্য সিবিআই কোন চার্জশিট জমা না দেওয়ায় এই মামলায় জামিন পেয়েন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। প্রথম থেকেই সন্দীপের বিরুদ্ধে সরব ছিলেন নির্যাতীতার পরিবার। 
গত ১০ ডিসেম্বর নির্যাতীতার বাবা-মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেছেন,‘‘ আইনের জবাব আইনের মাধ্যমেই লড়তে চাই। বিচার এতো বিলম্ব কেন। আদালতে দাঁড়িয়ে আজ মিথ্যা কথা বলেছেন সিবিআই।’’ 
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার তরফে বলা হয়েছে তারা আমাদের সঙ্গে আছে। কিন্তু তা একেবারে মিথ্যে কথা, আগে তার আমাদের বাড়িতে আসতেন, এখন ফোন করে চার্জশিট জমা সংক্রন্ত তথ্য জানতে চাইলে কোন উত্তর পাওয়া যায়নি। ফোনে একাধিকবার ম্যাসেজ পাঠিয়েও জবাব মেলেনি।

Comments :0

Login to leave a comment