ইডি’র বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন সকালে তিনি হাজিরা দেন। ইডি’র পক্ষ থেকে মন্ত্রীকে হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু বিচারক তাকে ব্যাক্তিগত বন্ডে জামিন দেন। আদালত তাকে ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করে।
আদালত জানিয়েছে, জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না মন্ত্রী। তদন্তে সহযোগিতা করতে হবে। যত দিন এই সংক্রান্ত শুনানি শেষ না-হচ্ছে, তত দিন এই নিয়ম মানতে হবে।
আগস্ট মাসের শুরুতে আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি।
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। তার পর থেকে একাধিক বার চন্দ্রনাথকে তলব করে ইডি। বার দুয়েক তলব এড়িয়ে যাওয়ার পর দিন কয়েক আগে তদন্তকারীদের মুখোমুখি হন চন্দ্রনাথ। বিভিন্ন নথিও তিনি জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীর বাড়িতেও তল্লাসি চালায় ইডি। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি।
Chandranath Sinha
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন নিলেন চন্দ্রনাথ

×
মন্তব্যসমূহ :0