CHENNAI VS RAJASTHAN

চেন্নাইকে ১৭৬ রানের টার্গেট দিল রাজস্থান

খেলা

IPL 2023 CHENNAI RAJASTHAN MS DHONI KL RAHUL BENGALI NEWS

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বুধবার মুখোমুখি  চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়েলস। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চেন্নাইয়ের এম এ চেন্নস্বামী স্টেডিয়ামে খেলা শুরু। টস জিতে চেন্নাই অধিনায়ক এম এস ধোনী রাজস্থানকে ব্যাট করতে পাঠান।  ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৫ রান সংগ্রহ করে রাজস্থান। 

একটা চার ও ৩ টি ছক্কার বিনিময়ে ৩৬ বলে ৫২ রান করেন জস বাটলার। ১৮বলে দুটি ৪  ও ৩টে ছক্কা মেরে ৩০ রান করে অপরাজিত থাকেন সিমরন হিতমায়ার। ৩০ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। ২৬ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেন পাড়িক্কল।  বাটলার এবং দেবদত্ত পাড়িক্কল মিলে ৭৭ রানের জুটি গড়েন। ১৮ বলে ৩০ রান করেন হেটমেয়ার। চেন্নাইয়ের হয়ে দু’টি করে উইকেট নেন আকাশ সিংহ, তুষার দেশপাণ্ডে এবং জাডেজা। একটি উইকেট নেন মইন আলি।

 ১৭৫ রানের জবাবে মাঠে নামেন চেন্নাইয়ের ব্যাটাররা। ৮ ওভারে চেন্নাইয়ের স্কোর ৬১/১। 

Comments :0

Login to leave a comment