Krishak Sava

কৃষক সভার ডেপুটেশনে তৃণমূলের হামলা

জেলা

তপন বিশ্বাস-চোপড়া

সারা ভারত কৃষক সভা চোপরা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে একগুচ্ছ দাবি জানিয়ে ডেপুটেশন দিতে গেলে অফিস ক্যাম্পাসে তৃণমূলের আশ্রিত গুন্ডাবাহিনী আক্রমণ করে। তৃণমূলের ওই গুণ্ডাবাহিনীর আক্রমণের শিকার হয়েছেন সারা ভারত কৃষক সভার বেশ কয়েকজন কর্মী। বুধবার ১০ দফা দাবি তুলে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয় সারা ভারত কৃষক সভা। এদিন ডেপুটেশনকে বানচাল করতে পুলিশ ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয় চোপড়া বিএলএলআর অফিস। ব্যারিকেড ভেঙে কৃষক সভার কর্মীরা ডেপুটেশন দিতে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। কৃষক সভার নেতৃত্ব পুলিশকে জানায় পাঁচ জনের প্রতিনিধি দল বিএলএলআরওকে ডেপুটেশন দেবেন। কিন্তু তার আগেই ওই অফিসের ভেতর থেকে তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী ভেতর থেকে স্লোগান দিতে থাকে এবং কৃষক সভার কর্মীদের উপর চড়াও হয়। সেখানে পুলিশের সামনেই তা ধস্তাধস্তির শিকার হন কৃষক সভার কর্মীরা। 
বিক্ষোভে ফেটে পড়েন সারা ভারত কৃষক সভার উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার। তিনি পুলিশ ও ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের ভূমিকা তীব্র সমালোচনা করে বলেন,‘‘ আমাদের ডেপুটেশনের পূর্বে কিভাবে ওই দুষ্কৃতীকারীরা সরকারি দপ্তরের ঢুকে ছিল। আসলে পুলিশ প্রশাসনের সাথে যোগসাজ করে আমাদের ডেপুটেশন বানচাল করার জন্যই তাদেরকে আগে থেকে ঢুকিয়ে রাখা হয়েছিল। চোপড়া বিএলএলআরও অফিস ওই দুষ্কৃতীদের কারণে নরকে পরিণত হয়েছে। অফিসকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছে এবং সেখানে সমস্ত রকমের নৈরাজ্য চালায় ওই দুষ্কৃতিকারীরা। কদিন আগেই ওই দুষ্কৃতিকারীদের অত্যাচারে অফিসের কর্মীরা অফিস বন্ধ করে দিয়েছিলেন। তারপরেও তাদের দৌরাত্মক মোটেও কমে নি। আমরা চাই দালাল মুক্ত ভূমি সংস্কার দপ্তরের অফিস। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এত কিছু পরেও ওই দপ্তরের আধিকারিক একবারের জন্যও বাইরে আসেন নি পরিস্থিতি খতিয়ে দেখতে।’’
সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, ‘‘বিএলআরও ডেপুটেশন নেবেন না সেই জন্য কৃষকসভাকে অফিসে ঢুকতে দিচ্ছেন না, অন্য দিকে আগে থেকেই তাঁর দপ্তর পাহারা দেওয়ার জন্য তৃণমূল কর্মীদের ঢুকিয়ে রেখেছেন। পুলিশ সব দেখেও না দেখার ভান করছে। আসলে প্রশাসন ও পুলিশ সব দলদাসে পরিণত হয়েছে।
অপরদিকে, হেমতাবাদের বিএলএলআরও অফিসে ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি উত্তম পাল, সহ এরিয়া কমিটির সম্পাদক স্বপন ঘোষ, সহ নেতৃত্ব হান্নান আলী, গৌর মন্ডল, এবং সমিতির সভাপতি ও হেমতাবাদ ব্লক নেতৃত্ব। প্রায় অর্ধ শতাধিক সাধারণ মানুষের উপস্থিতিতে এদিন হেমতাবাদ শিমুল তলা থেকে বিএলএলআরও অফিস পর্যন্ত মিছিল সংগঠিত হয়। মিছিলে শ্রমজীবী মহিলাদের ভীড় ছিলো নজর কাড়ার মতো।

Comments :0

Login to leave a comment