আর জি করের অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলনকে আরো প্রসারিত করতে হবে। যে অংশের মানুষ এখনও নামেননি, তাঁদের আন্দোলনে যুক্ত করতে হবে। যেসব এলাকায় এই আন্দোলন হয়নি, সেই এলাকাকে যুক্ত করতে হবে। আন্দোলনের ঝাঁঝ আরো বাড়াতে হবে।
বুধবার দীনেশ মজুমদার ভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও যুবনেতা প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা ও সাক্ষাৎকারের সংকলন ‘স্বপ্ন দেখব বলে’ প্রকাশ করে একথা বলেছেন ডিওয়াইএফআই’র প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমানে গণআন্দোলনের নেতা মহম্মদ সেলিম। তিনি বলেছেন, আর জি কর আন্দোলন আরো অনেক দূর এগবে। এই আন্দোলন এখনই থামবে না।
ডিওয়াইএফআই’র উদ্যোগে ‘স্বপ্ন দেখব বলে’ বইটি প্রকাশ করা হয়। এদিন দীনেশ মজুমদার ভবনে এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন মহম্মদ সেলিম। এই বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘‘বিচার চাই, বিচার চাই, বললেই হয় না। বিচারের জন্য রাস্তায় নেমে লড়াই করতে হয়। প্রাসাদ যখন অন্যায় করে, অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়কে আড়াল করতে চায়, তখন ন্যায়ের দাবিতে সড়কে নামতে হয়। আর জি কর কাণ্ডে যে অন্যায় হয়েছে এবং একে আড়াল করতে সরকার যা করেছে, তার বিরুদ্ধে সব অংশের মানুষ পথে নেমেছেন। এই আন্দোলনের সূচনা কিন্তু ছাত্র-যুবরা করেছিল। সেদিন যদি ছাত্র-যুবরা যদি চিকিৎসক-ছাত্রীর মরদেহবাহী গাড়ি না আটকাতো, তাহলে সকলের অজান্তে তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হতো। কোনও তথ্য প্রমাণ যাতে না থাকে, তার জন্য তৃণমূল ও পুলিশ গঙ্গার ঘাটের আশপাশ সাফ করে দিয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের উত্তরসূরী হিসাবে তাঁরা যে কাজ সেদিন করেছেন, তার জন্য আমরা গর্বিত।’’
এই বই অনুষ্ঠানে ডিওয়াইএফআই’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য বলেছেন, ‘‘সর্বভারতীয় স্তরে যখন ডিওয়াইএফআই তৈরি হচ্ছে মূলত যে চারটি সংগঠনকে নিয়ে, সেসময় অন্যতম সংগঠন ছিল এরাজ্যের ডিওয়াইএফ। যার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। সেসময় বুদ্ধদেব ভট্টাচার্য যা লিখেছেন, সেগুলির সংকলন নিয়ে বই ‘স্বপ্ন দেখব বলে’। এই বই আমাদের কাছে একটি দলিল। এই দলিলই আমাদের লড়াইয়ের নতুন পথ দেখাবে, সাহস জোগাবে।’’ ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন, ‘‘ডিওয়াইএফ থেকে ডিওয়াইএফআই’র উত্তরণকালে পথ এত সহজ ছিল না। অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে এই সংগঠনের বিস্তার হয়েছে। সেসময় বুদ্ধদেব ভট্টাচার্যকে যা যা মোকাবিলা করতে হয়েছে তা লিখেছিলেন তিনি। এই বই আমাদের কাছে মশাল। এই মশাল আগামী দিনে আমাদের প্রেরণা দেবে।’’
অনুষ্ঠানে ‘যুবশক্তি’ পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্তও বক্তব্য রেখেছেন। অনুষ্ঠান মঞ্চে এসএফআই’র রাজ্য সভাপতি প্রণয় কার্যী, রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ডিওয়াইএফআই’র রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা।
BUDDHABEB BHATTACHARYA DYFI
বুদ্ধদেব ভট্টাচার্যের রচনা সংকলন প্রকাশ ডিওয়াইএফআই’র
×
Comments :0