CONGRESS NOTICE MODI

প্রধানমন্ত্রীর বক্তব্যে বেঠিক তথ্য, অধ্যক্ষকে পালটা চিঠি কংগ্রেসের

জাতীয়

এবার পালটা নোটিশ জমা দিল কংগ্রেস। সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণে বেঠিক তথ্য থাকার অভিযোগ জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি পাঠালেন দলের সাংসদ মণিকম টেগোর। 
নরেন্দ্র মোদীর পাশাপাশি হামিরপুরের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। 
এর আগে কংগ্রেস নেতা এবং লোকসভা দলনেতা রাহুল গান্ধীর বক্তব্যে বেঠিক তথ্যের অভিযোগ তুলে অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছিল বিজেপি। দলের সাংসদ বাঁশুরি স্বরাজের চিঠির পরিপ্রেক্ষিতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বৃহস্পতিবার বলেন যে অধ্যক্ষ কী ব্যবস্থা নেন তা দেখার অপেক্ষায় রয়েছে বিজেপি। 
কংগ্রেস বৃহস্পতিবার তাদের পাঠানো চিঠির খবর প্রকাশ করেছে এরপরই। রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদসূচক প্রস্তাবের ওপর নরেন্দ্র মোদীর বক্তৃতার উল্লেখ করা হয়েছে চিঠিতে। টেগোর লিখেছেন, ‘‘বেঠিক এবং বিভ্রান্তিকর বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী এবং অনুরাগ ঠাকুর। বিষয়টি আপনার নজরে আনছি। ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।’’
অনুরাগ ঠাকুরের বক্তব্যে কংগ্রেস আপত্তি জানিয়ে বিড়লাকে লিখেছে, ‘‘২০১৪’র আগে ভারতীয় সেনাবাহিনীর হাতে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ছিল না এমন দাবি অসত্য। জাগুয়ার, মিগ-২৯, এসইউ-৩০, মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভারতের হাতে তার আগে থেকেই ছিল। আমাদের হাতে পারমাণবিক অস্ত্র ছিল। অগ্নি, পৃথ্বী, আকাশ, নাগ, ত্রিশূল এবং পরে ব্রাহমোস ক্ষেপণাস্ত্র ভারতের হাতে ছিল।’’
গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্যের বাইরে আনার দাবি নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। 
প্রধানমন্ত্রীর বক্তব্যে কংগ্রেসের প্রশ্ন, ‘‘প্রধানমন্ত্রী বেঠিক তথ্য দিয়েছে কংগ্রেসের ভোট প্রসঙ্গে। তিনি লোকসভায় বলেছেন কংগ্রেস যেখানে একা লড়াই করেছে, এমন ১৬ রাজ্যে ভোট কমে গিয়েছে। এই তথ্য বেঠিক। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক, তেলেঙ্গানার মতো একাধিক রাজ্যে কংগ্রেসের ভোট বেড়েছে।’’
প্রধানমন্ত্রী ভাষণে বলেছিলেন যে মহিলাদের মাসে সাড়ে ৮ হাজার করে টাকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। টেগোর পালটা প্রশ্ন তুলে লিখেছেন, ‘‘নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়তে পারলে কংগ্রেস প্রত্যেক মহিলাকে মাসে এই সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ২০২৪’র লোকসভা নির্বাচনে। কংগ্রেস সরকার গড়েনি। প্রধানমন্ত্রী কিভাবে বুঝলেন প্রতিশ্রুতি মিথ্যা!’’

Comments :0

Login to leave a comment