Brigade Rally

ব্রিগেডের সমর্থনে অশোকনগরে শ্রমিক কৃষক কনভেনশন

রাজ্য জেলা

ছবি- সুস্মিত দাস।

কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী ও জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী ২০ এপ্রিল ব্রিগেড যাওয়ার আহ্বান জানিয়ে রাজ্যজুড়ে চলছে নিবিড় প্রচার। সেই প্রচারের সমর্থনে সিআইটিইউ অশোকনগর কো-অর্ডিনেশন কমিটির আহ্বানে জয়জয়ন্তী অনুষ্ঠান গৃহে অনুষ্ঠিত হলো শ্রমিক-কৃষক কনভেনশন। এই কনভেনশনে প্রধান বক্তা হিসাবে ছিলেন সিআইটি ইউ  উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক গার্গী চ‍্যাটার্জী। কনভেনশনে বক্তব্য রাখেন গণ-আন্দোলনের নেতা বাবুল কর, সত‍্যসেবী কর এবং সি আই টি ইউ অশোকনগর কো-অর্ডিনেশন কমিটির আহ্বায়ক গোপাল দত্ত। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শ্রমিক নেতা নারায়ন দাস। 
দেশ বাঁচাতে- রাজ্যে বদল আনতে গ্রাম-শহরে ক্ষেত খামারে শ্রমজীবী মানুষকে নিয়ে আগামী ২০ এপ্রিল ব্রিগেড গড়ে তোলার লক্ষ নিয়ে এদিন নেতৃবৃন্দ বলেন, কর্পোরেট সংস্থার স্বার্থে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের উদার অর্থনীতি, আর্থিক সংস্কার কর্মসূচি শ্রমিক-কৃষক-খেতমজুর সহ দেশের সাধারণ মেহনতি মানুষের উপর এক ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে। একই পথে চলছে রাজ্যের তৃণমূল সরকার। রাজ্যে ১৪ বছর ধরে সন্ত্রাসের রাজত্ব চলছে। দুর্নীতি ও কেলেঙ্কারি রাজ্যের শাসক দল এবং সরকারের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের অর্থনীতি ভীষণভাবে বিপর্যস্ত। কর্পোরেট স্বার্থে কাজ করছে রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকার। এই দুই সরকারের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। দুই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ব্রিগেড সমাবেশের বার্তা এলাকার প্রতিটি শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ব্রিগেডে ১০ দফা দাবির ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কনভেনশনে মেহনতী মানুষের উপস্থিতি এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়বার মতো।

Comments :0

Login to leave a comment