Left Front Candidates

পুলিশের বাধা সত্ত্বেও উত্তরবঙ্গের দুই বাম প্রার্থীর মনোনয়ন পেশ

রাজ্য জেলা

বামফ্রন্ট কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন প্রার্থী দেবরাজ বর্মন। ছবি- প্রবীর দাশগুপ্ত।

শুক্রবার সিপিআই(এম) প্রার্থীর মনোনয়ন পেশ ঘিরে উত্তেজনা দেখা দেয় জলপাইগুড়িতে। মিছিল না যেতে দেওয়ায় পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় সিপিআই(এম) নেতা কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে ব্যাপক বচসা হয়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন শুক্রবার মনোনয়নপত্র জমা করেন জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরে। মিছিলের সামনের সারিতে ছিলেন কম বয়সী ছাত্র যুব আন্দোলনের কর্মী নেতৃবৃন্দ। মিছিল জলপাইগুড়ি পিডব্লুডি মোড়ের সামনে আসতেই সিপিআই(এম) নেতৃবৃন্দের লক্ষ্য করেন ভিতরে ৩০/৪০ জন এর একটি দল তৃণমূলের পতাকা নিয়ে উপস্থিত অথচ পি ডব্লিউ ডি মোড়ে ব্যারিকেট করে বামফ্রন্টের মিছিলকে আটকে দেয় পুলিশ। বামপন্থী সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। পুলিশদের সঙ্গে বচসা বাধে। ওঠে পুলিশের বিরুদ্ধে স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যারিকেডের সামনে বামফ্রন্ট কর্মী নেতৃবৃন্দকে বোঝাতে তড়িঘড়ি পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত হন।
সিপিআই(এম) কর্মী সর্মর্থকদের অভিযোগ, এদিন জলপাইগুড়ি লোকসভা আসনে নমিনেশন জমা দিতে যান তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় এবং সিপিআই(এম) মনোনিত প্রার্থী দেবরাজ বর্মন। অভিযোগ তৃণমূলের প্রার্থী ও সমর্থকদের নমিনেশন জমা দিতে যেতে দেওয়া হলেও জলপাইগুড়ির পিডব্লুডিমোড়ে সিপিআই(এম) কর্মী সমর্থকদের আটকে দেওয়া হয়। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শুক্রবার দুপুর ২ টা নাগাদ জলপাইগুড়ির পিডব্লুডি মোড়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় সিপিআই(এম) কর্মী ও সমর্থকরা। কিছু সময় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মনোনয়পত্র জমা দেওয়ার সুসজ্জিত মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) জেলা সম্পাদক সলিল আচার্য, রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য জিয়াউল আলম, জেলা সম্পাদকমন্ডলী সদস্য পিযুষ মিশ্র, কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য বামফ্রন্টের নেতৃবৃন্দ।


কোচবিহার জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা জিতে যাচ্ছেন কোচবিহার লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থী নীতিশ চন্দ্র রায়। ছবি - অমিত কুমার দেব।

অন্যদিকে কোচবিহার জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী নীতীশ চন্দ্র রায়। এদিন বামফ্রন্টের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান প্রার্থী নীতীশ চন্দ্র রায়। এই মিছিলে ছিলেন সিপিআই(এম) নেতা মহানন্দ সাহা, সফিজ আহমেদ, অমিত দত্ত, ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর, দীপক সরকার, গোবিন্দ রায়, সিপিআই নেতা অমল চৌধুরী, প্রাক্তন বিধায়ক নগেন্দ্রনাথ রায় প্রমুখ। এদিন ফরওয়ার্ড ব্লক জেলা সদর দপ্তর থেকে বামফ্রন্ট কর্মীর সমর্থকদের মিছিল সহ কোচবিহার জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা হন বামফ্রন্ট প্রার্থী। এরপর কোচবিহার শহীদবাগে ১৯৫১সালের খাদ্য আন্দোলনের পঞ্চ শহীদবেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাঁর মনোনয়নপত্র পেশ করেন কোচবিহার জেলা শাসকের দপ্তরে।

Comments :0

Login to leave a comment