২০ এপ্রিল ব্রিগেড সমাবেশে মিলবে শ্রমিক, কৃষক, খেতমজুরদের কন্ঠস্বর। তাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জাঠা করে অধিকারের কথা বলছে কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন সিআইটিইউ। মুর্শিদাবাদ জেলাজুড়ে চলছে জাঠা। বৃহস্পতিবার কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের ডাকে ইসলামপুরের টেকা রায়পুর বালুমাটি অঞ্চলে গ্রামে গ্রামে মিছিল হয়েছে। জলঙ্গি খয়রামারি অঞ্চলে লম্বা মিছিলে উঠে এসেছে খেতমজুরদের ন্যায্য মজুরি, কৃষকদের ফসলের লাভজনক দাবি। জঙ্গিপুরের শেখালিপুর অঞ্চলে হয়েছে মিছিল। জাঠা মিছিলে ছিলেন সোমনাথ সিংহ রায়, জামাল হোসেন, ইকবাল হক সহ স্থানীয় নেতৃত্ব। গ্রামে গ্রামে হচ্ছে পথসভা।
Brigade Rally
ব্রিগেড সমাবেশের প্রচার মুর্শিদাবাদ জেলাজুড়ে
×
Comments :0