CPIM

শাহের মন্তব্যের তীব্র নিন্দা করলো সিপিআই(এম) পলিটব্যুরো

জাতীয়

‘‘সংসদে সংবিধান ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা চলাকালিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেই মন্তব্য করেছেন তাতে তার মনুবাদী চিন্তা ভাবনার প্রকাশ পেয়েছে।’’ আম্বেদকরকে নিয়ে করা অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়ে একথা বললো সিপিআই(এম) পলিটব্যুরো।

বৃহস্পতিবার প্রেস বিঞ্জপ্তি দিয়ে পলিটব্যুরো বলেছে, ‘‘ডা. বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেই মন্তব্য করেছেন তা গোটা দেশের মানুষের ভাবাবেগকে আঘাত করেছে। ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করার সময় অমিত শাহ এই মন্তব্য করেছেন। যার বিরুদ্ধে এই মন্তব্য করেছেন তিনি ভারতীয় সংবিধানের প্রনেতা।’’

উল্লেখ্য অমিত শাহকে আড়াল করতে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নিজে। সেই প্রসঙ্গ টেনে পলিটব্যুরো বলেছে, ‘‘প্রধানমন্ত্রী কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আড়াল করবেন এটা অপ্রত্যাশিত নয়। এই ঘটনার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব থাকার কোন অধিকার অমিত শাহের নেই।’’

এক্সহ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘কংগ্রেস যদি ভেবে থাকে যে তাদের এই মিথ্যা প্রচার তাদের অন্যায় এবং আম্বেদকারের প্রতি অশ্রদ্ধা ঢাকা দেবে তাহলে তারা ভুল ভাবছে। গোটা দেশ দেখেছে কি ভাবে একটি দল একটি পরিবার দেশের তপশিলি জাতি এবং উপ-জাতিদের কোনঠাসা করে রেখেছিল।’’ 

Comments :0

Login to leave a comment