CPIM Protest Rally

দ্রুত দেহ পোড়ানোয় অভিযুক্তই কেন পৌরপ্রধান, তীব্র ক্ষোভ পানিহাটিতে

রাজ্য জেলা

আরজি করের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অপরাধী পৌর প্রধান কে মানছি না আওয়াজ তুলে প্রতিবাদ মিছিল পানিহাটিতে। ছবি - অভিজিৎ বসু।

আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক-ছাত্রীর নির্যাতন ও খুনের নৃশংস ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অপরাধে অভিযুক্ত কাউন্সিলর সোমনাথ দে পানিহাটির পৌরপ্রধান হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন পৌরাঞ্চলের মানুষ। বাবা-মার অজান্তে আরজিকর থেকে মৃতদেহ সোদপুরে নিয়ে এসে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার কাজে যুক্ত ছিলেন সোমনাথ দে। শিয়ালদহ আদালতের রায়ে বলা আছে, তথ্যপ্রমাণ লোপাটের অপরাধে যুক্ত সোমনাথ দে। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং বিধায়ক নির্মল ঘোষের নামও তথ্যপ্রমাণ লোপাটের ঘটনায় রয়েছে শিয়ালদহ আদালতের রায়ে।  এমন কাউন্সিলর সোমনাথ দে-কে তৃণমূল পৌরপ্রধান করায় সিপিআই(এম) পানিহাটি এরিয়া কমিটি-১ প্রতিবাদ মিছিল সংগঠিত করে শুক্রবার রাতে। মিছিল থেকে আওয়াজ ওঠে, আরজি করের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অপরাধী পৌরপ্রধানকে মানছি না মানব না। বৃষ্টি সত্ত্বেও মিছিলটি চলতে থাকে। স্টেশন রোড ধরে সোদপুর ট্রাফিক মোড় দিয়ে বিটি রোড, স্টেশন রোড ও সোদপুর ব্রিজ ঘুরে সিপিআই(এম) এরিয়া কমিটি অফিসে এসে  মিছিলটি শেষ হয়। ছিলেন অনির্বাণ ভট্টাচার্য এবং অন্যান্য পাটি নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment