Kejriwal

কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ উপরাজ্যপালের

জাতীয়

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডিকে আবগারি দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন উপরাজ্যপাল সাক্সেনা। চলতি বছরের প্রথম দিকে এই মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। তখন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। জেলে থাকার পর বর্তমানে জামিনে আছেন কেজরিওয়াল। 

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কেজরিওয়ালের বিরুদ্ধে এই মামলার তদন্ত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে উপরাজ্যপালের অনুমতি প্রয়োজন। সেই মতো দিল্লির মুখ্যমসচিবের কাছে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। উপরাজ্যপাল আবেদনে সারা দিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন বলে জানা যাচ্ছে। 

শুধু কেজরিওয়াল নয় এই মামলায় জেলে ছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। বর্তমানে দুজনেই তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেজরিওয়াল এবং সিসোদিয়া জানিয়েছেন যে ২০২৫ এর দিল্লি বিধানসভা নির্বাচনে মানুষ যদি তাদের সমর্থন করেন তবে তারা ফের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আপের পক্ষ থেকে ইতিমধ্যে ৭০টি আসনে প্রার্থীর নাম ঘোষনা করে দেওয়া হয়েছে। নয়া দিল্লি কেন্দ্র থেকেই লড়ছেন কেজরিওয়াল। আর বিধানসভা নির্বাচন ঘোষনা হওয়ার কয়েকদিন আগে ফের আবগারি দুর্নীতি মামলা নিয়ে ইডি’র সক্রিয়তা এবং কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন মঞ্জুর করা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে দিল্লির রাজনীতিতে।

Comments :0

Login to leave a comment