স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চিকিৎসক, জুনিয়ার ডাক্তারদের হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। প্রতিবাদে সরব হয়েছেন চিকিৎসকরা।
বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়ার ডাক্তারদের মারধর, হাসপাতাল ঘিরে রাখার হুমকি দেন হুমায়ুন কবির। জনরোষের তত্ত্বও শোনা গিয়েছে তৃণমূলের বাহুবলী বিধায়কের গলায়।
চিকিৎসকদের হুমকি দিলেও চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন প্রতিবাদ চলবে। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অভয়া ক্লিনিক চালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা।
তৃণমূল বিধায়কের হুমকির পর জেলার পুলিশ প্রশাসনের দারস্থ হন চিকিৎসকরা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের অনুরোধ জানিয়ে মুর্শিদাবাদ জেলা শাসক ও মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন দেয় বহরমপুর শাখা। চিকিৎসকদের দাবি, চিকিৎসকদের মারধরের হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আইন নিজের হাতে নিতে উস্কানি দিয়েছেন সাধারণ মানুষকে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি মুর্শিদাবাদে সমস্ত চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানান, ‘‘এলাকায় সন্ত্রাসের জন্য বিখ্যাত তৃণমূলের এই বাহুবলী বিধায়ক। তাঁর হুমকির যথেষ্ট গুরুত্ব রয়েছে। বৃহস্পতিবার আইএমএর বহরমপুর শাখার পক্ষ থেকে প্রশাসনিক ভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা করা হয়।’’
আইএমএ’র বহরমপুর শাখার সম্পাদক ডাঃ রঞ্জন ভট্টাচার্য জানান, ‘‘আমরা দাবি জানিয়েছি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হোক। আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি। হুমকির প্রেক্ষিতে কোন স্বাস্থ্য কর্মীর হামলার ঘটনা ঘটলে তাঁর জন্য দোষী হবেন হুমায়ুন কবির”।
Humayun Kabir
তৃণমূল বিধায়কের হুমকি, আইনি পথে চিকিৎসক সংগঠন
×
Comments :0