Minakshi Mukherjee

লুটের রাজনীতিতে বিপন্ন যুবজীবন, লড়াই জারি রাখার আহ্বান মীনাক্ষীর

রাজ্য জেলা

ছবি- ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলার ১৯ তম জেলা সম্মেলন উপলক্ষে কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জে যুব সমাবেশে বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখার্জি।

বিশ্বনাথ সিংহ - রায়গঞ্জ

বাংলায় লুটে খাওয়ার রাজত্ব চলছে। এই রাজ্যে এমএলএ এমপিদের গ্যারান্টি নেই। দোকান থেকে কাপ প্লেট কিনলেও ১০ দিনের গ্যারান্টি আছে, কিন্তু এমএলএএমপিদের কোনো গ্যারান্টি নেই। আজ এই দল কাল কোন দলে কোনো গ্যারান্টি নেই। এই জেলার রায়গঞ্জের এমএলএ তার জ্বলন্ত উদাহরণ। মঙ্গলবার ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলার ১৯ তম জেলা সম্মেলন উপলক্ষে কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জে যুব সমাবেশ কথাগুলি বলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। 
মীনাক্ষী মুখার্জি ছাড়া সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, প্রাক্তন নেতা তথা উত্তর দিনাজপুর জেলার গণআন্দোলনের নেতা আনোয়ারুল হক, ডিওয়াইএফআই জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সামী খান।

মীনাক্ষী মুখার্জি বলেন, উত্তর দিনাজপুর জেলার চোপড়া চা বাগান টুকরো টুকরো করে বিক্রি করে দিচ্ছে। বাগানের শ্রমিকদের কে নেবে দায়িত্ব? সারের বস্তায় যে দাম লেখা আছে, সেই সার তিন গুন বেশি দাম দিতে হচ্ছে, কে দায়িত্ব নেবেন? জেলায় এইমস দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়ে এখন মেডিকেল কলেজ যার ঝা চকচকে নীল সাদা বাড়ি ছাড়া পরিষেবা তলানিতে এসে ঠেকেছে। রাজ্যে ৮ হাজার স্কুল বন্ধ করে, গাদা গাদা করে মদের দোকান খুলে দিচ্ছে এই সরকার। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির কোনো টু শব্দ আছে? নেই। চোর জোচ্চরদের জন্যে আলাদা আইন, আমরা বলছি, আই সবার জন্যে এক হবে। রায়গঞ্জ হাসপাতালে টিবি ওয়ার্ড টা কেন বন্ধ হয়ে গেল। 
ডিএ দেওয়ার টাকা নেই নিয়োগ করার জন্যে সরকারের টাকা নেই অথচ মদ খেয়ে মরলে টাকা দেওয়ার জন্যে টাকা আছে। ধর্ষণ করে খুন হলে মেয়েটার পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার জন্যে টাকা আছে, কাজ দাও দাও চিৎকার করলে জাল স্যালাইন কাযে লাগিয়ে দেওয়া এই রাজ্যের নীতি। এই নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে ছাত্র যুবরা। 
কলতান দাশগুপ্ত বলেন, প্রতিদিন হাজার হাজার কর্মঠ যুবক বাবা মা স্ত্রী সন্তানদের ছেড়ে ভিন রাজ্যে কাজের জন্যে চলে যাচ্ছে। বিজেপি তৃণমূল নেতারা টুঁ শব্দ করেনা। ওরা শুধু ধর্ম নিয়ে মানুষকে জর্জরিত করে রেখেছে। এই রাজ্যে চোর চিটিংবাজদের রক্ষা করার জন্যে রয়েছে উর্দিধারি পুলিশ। তৃণমূল বিজেপি নেতাদের পাশ থেকে পুলিশ সরে গেলে বাড়ি থেকে বেড়ানোর জায়গা পাবে না। সমাবেশে দাবি ওঠে যুবকদের হাতে কাজ চাই, দুবেলা দুমুঠো খাওয়ার চাই, মাথার উপর একটা আচ্ছাদনের দাবিতে লড়াই চলছে। সেই লড়াই আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। কালিয়াগঞ্জ বেসরকারি ভবনে কমরেড মনোজ সরকার মঞ্চ এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগরে দুদিনের সম্মেলন শুরু হয় মঙ্গলবার সন্ধায়।

Comments :0

Login to leave a comment