সোমবার সকাল ১০ টা নাগাদ ময়নাগুড়ি সুভাষ নগর এলাকায় একটি যাত্রী বোঝাই সরকারি বাসে (NBSTC) আগুন লেগে ভয়াবহ আকার নেয়। তড়িঘড়ি বাস থেকে নামতে গিয়ে আহত হলেন বাসের চালক সহ চার যাত্রী। জানা গেছে বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিলো। পথে এই দুর্ঘটনা। পুলিশ ও দমকল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। শর্ট সার্কিট থেকে ঘটনা বলে অনুমান। আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাস যাত্রী স্নেহাশিস দাস চৌধুরী বলেন বাসে অন্তত ৫০/৬০ জন যাত্রী ছিল। আগুন দেখে তিনিও আতঙ্কিত হয়ে পড়েন। বাসের জানালা দিয়ে লাফ দিতে গিয়ে যখম হন অনেকে ।
জানা গেছে ময়নাগুড়ি ইউকো ব্যাংকের সামনে ঘটনাটি ঘটেছে। আপাতত হতাহতের কোনো খবর নেই। বাসটি জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি ঢুকছিল সেই সময় ঘটনা। ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনেন। অফিস টাইমে বাসে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় কাজে যোগ দিতে যাওয়া বহু নিত্যযাত্রীরা দূরে যেতে বাধ্য হন।
Comments :0