Jalpaiguri

জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি

রাজ্য জেলা

পুলিশ কে লক্ষ করে গুলি চালানোর ঘটনা ঘটল জলপাইগুড়িতে। বুধবার গভীর রাতে জলপাইগুড়ির অভিজাত এলাকা দিন বাজার করলা ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে  স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চালানোর পরিকল্পনা করছিল দুষ্কৃতীরা। সেই ব্যবসায়ীর বাড়ির নিচতলার তালাও ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

রাত প্রায় আড়াইটে গোপন সুত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্র দিন বাজারের রামানন্দ দাগা সরণিতে ছুটে যায় কোতওয়ালি থানার সাদা পোশাকের পুলিশ দলের সদস্যরা।

রাতে দিন বাজার এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক ৪/৫, জন তাদের চেজ করতেই পুলিশের ওপর ৩ রাউন্ড গুলি চালিয়ে ফেরার হয়ে যায় সন্দেহজনক দলটি।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রাতে ঘটনাস্থলে থাকা তিন শ্রমিককে আটক করে ।

ঘটনা প্রসঙ্গ এলাকাবাসী তথা ব্যাবসায়ী লাল বাবু সিং জানান, ‘ভোর হতেই শুনতে পেলাম রাতে গুলি চলেছে, এমন তো এই শহর ছিলো না, আমরা আতঙ্কে রয়েছি।’ 

ঘটনাস্থলের ঠিক ওপরেই বসবাস ব্যাবসায়ী তৈমুর ইমরান বলেন, ‘সকালে উঠে দেখি আমার ওষুধের দোকানের গার্ড ওয়াল টা ভাঙ্গা, তার পরেই শুনছি রাতে গুলি চলেছিল।’

দিনকয়েক আগেও জলপাইগুড়িতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন একটি দলকে দিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তবে শহরের ওপর এই ধরনের ঘটনা এই প্রথম। ঘটনায় আতঙ্কিত ব্যাবসায়ী থেকে শহরবসী সকলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

Comments :0

Login to leave a comment