Nadia Taherpur

নদীয়ার তাহেরপুরে ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেপ্তার ৪ জন

রাজ্য জেলা

গত ৮ডিসেম্বর বাড়িতে ঢুকে গুলি করে এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেপ্তার ৪ জন। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে।  নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা ভাদুড়ি এলাকায় ঘটনা ঘটে। নিহত ব্যাবসায়ীর নাম রাজা ভৌমিক। তিনি একটি বেসরকারি সংস্থায় নেটওয়ার্কের কাজও করতেন। 

ওইদিন সন্ধ্যায় দুষ্কৃতিরা তাকে নাম ধরে ডাকে এবং ঘরে ঢুকে তাকে কাছ থেকে দুটি গুলি করে। গুরুতর আহত অবস্থায় বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে চিকিৎস তাকে মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনায় ধৃতদের মধ্যে এক দম্পতি রয়েছে। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার জানান, খুনের কারণ টাকা লেনদেন নিয়েই। মাস্টারমাইন্ড হিসাবে ধৃত মহিলার নাম রাসমণি বিশ্বাস। 

ধৃতদের মধ্যে রাসমণি বিশ্বাসকে বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাহেরপুর থেকে সৌরভ মজুমদারকে গ্রেপ্তার করে তাহেরপুর থানার পুলিশ। বাকি দেবব্রত বিশ্বাসকে রাজস্থান ও হৃদয় মণ্ডলকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

ধৃতদের বাড়ি হবিবপুর ও তাহেরপুর এলাকায়। তবে ধৃত দেবব্রত বিশ্বাসের দাবী, ৪ লাখ টাকা সুদে নিয়েছিলেন তিনি। কিন্তু তার কাছে ২০লাখ টাকা চায় ওই ব্যবসায়ী। 

ধৃত দুজনকে বৃহস্পতিবার রানাঘাট আদালতে তোলা হবে। বাকি দুজনকে বুধবার আদালতে তোলা হয়েছিল। 

Comments :0

Login to leave a comment