অবশেষে বর্ধিত হারে পার্কিং ফি প্রত্যাহার করতে বাধ্য হলো নিউটাউন কর্তৃপক্ষ। কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করা হলেও নিউটাউনে বর্ধিত হারে পার্কিং ফি নেওয়া হচ্ছিল। শুধু তা নয়, এই পার্কিং ফি আদায়কে নিউটাউনে কার্যত তোলাবাজির জায়গায় নিয়ে গিয়েছিল এখানকার শাসক দলের কিছু কর্মী। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এই এলাকার বাসিন্দারা। এলাকার নাগরিকদের সংগঠন নিউটাউন সিটিজেন্স ওয়েলফেয়ার ফ্র্যাটারনিটি-র পক্ষ থেকে এনকেডিএ কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নিউটাউনে টোটো ও রিকশার ভাড়াকেও নিয়ন্ত্রণ করার দাবি জানায় সংগঠন।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এনকেডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, নিউটাউনে প্রথম ৩০ মিনিটের জন্য পার্কিং ফি কিছু লাগবে না। তারপর থেকে পার্কিং ফি ধার্য হবে। বৃহস্পতিবার নিউটাউন সিটিজেন্স ওয়েলফেয়ার ফ্র্যাটারনিটি-র সম্পাদক সমীর গুপ্ত জানান, এর ফলে আংশিক স্বস্তি হলো নিউটাউনবাসীর। বহু টালবাহানার পর তাঁদের সংগঠনের চাপে এনকেডিএ এই দাবি মেনেছে। তবুও দাবি থাকবে, পার্কিং ফি কুড়ি টাকার পরিবর্তে ঘণ্টা পিছু দশ টাকা করতে হবে।
Comments :0