Goa University

প্রশ্ন ফাঁসের অভিযোগে সাসপেন্ড গোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

জাতীয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে এক অধ্যাপককে সাসপেন্ড করলো গোয়া বিশ্ববিদ্যালয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ওই অধ্যাপকের বিরুদ্ধে পদার্থ বিদ্যার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই অধ্যাপকের বিরুদ্ধে তারা তদন্ত শুরু করেছে। যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে ততদিন তিনি সাসপেন্ড থাকবেন। 

সূত্রের খবর ওই অধ্যাপকের বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয় একজন ছাত্রীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অন্য আধিকারিকদের সাহায্যে সে প্রশ্নপত্র চুরি করে। তারপর তা ওই ছাত্রীকে সে দেয়। এই পরিস্থিতিতে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই কাজ অন্যান্য পড়ুয়ারা যারা পরীক্ষায় বসেছে তার প্রতি অবিচার। তাদের কথায় প্রশ্ন পাওয়ার ফলে সাধারণ মানের একজন পড়ুয়া বেশি নম্বর পাচ্ছে আর অন্য দিকে যারা মেধাবী তারা তার থেকে কম পাচ্ছে। 

ছাত্র বিক্ষোভের মুখোমুখি হয়ে উপাচার্য জানিয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি ওই অধ্যাপকের বিরুদ্ধে তাদের রিপোর্ট জমা দেবে।  

Comments :0

Login to leave a comment