Hailstorm

বাঁকুড়ায় নামল স্বস্তির শিলাবৃষ্টি

জেলা

বাঁকুড়ার কোতুলপুরে শীলাবৃষ্টি। ছবি- মধুসূদন চ্যাটার্জি।

চৈত্রের শুরুতেই হানা দিয়েছে তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস প্রতিটি প্রাণ যেন এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। ভ্যাপসা গরমে পুড়ছে গোটা রাজ্য। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল রবিবার এবং সোমবার তাপপ্রবাহ হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। পূর্বাভাস ছিল রবিবার থেকে রাজ্যের বেশকিছু জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হবে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল যেসব জেলায় যেখানে তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। কিন্তু বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই এল স্বস্তির খবর। গরম থেকে স্বস্তি দিন শিলা বৃষ্টি। রবিবার বিকেল শিলাবৃষ্টি হয় বাঁকুড়ায়। শিলায় ঢেকেছে বাঁকুড়ার জয়পুরের রাস্তাঘাট। সেই সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। শিলা বৃষ্টিতে অনেকটাই স্বস্তি মিলল বাঁকুড়াবাসীর।
এদিন বিকালে বাঁকুড়া জেলার কোতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর সহ পার্শ্ববর্তী এলাকায় শিলা বৃষ্টি হয়েছে। ১০ থেকে ১৫ মিনিটের এই শিলাবৃষ্টির তান্ডব ছিল ব্যাপক। রাস্তাময় শিলায় ভর্তি হয়ে যায়। এই সময় বেশ কিছু মাঠে আলু এখনও রয়ে গেছে সেগুলির ক্ষতির আশংকা করছেন কৃষকরা। পাশাপাশি মরসুমী সবজিরও ক্ষতি হবে বলে অনুমান। জেলার বাকি অংশে মেখলা আকাশ ছিল বিকালে। 

Comments :0

Login to leave a comment