একমাস হকার উচ্ছেদ করা হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী। তার যুক্তি শহরকে এবং রাজ্যের অন্যান্য জায়গা গুলোর সৌন্দর্যানের জন্য হকার দের উচ্ছেদ করা হচ্ছে। মমতা ব্যানার্জি বলেন, ‘‘আমি হকারদের একমাস সময় দিচ্ছি তার মধ্যে সব কিছু খালি করতে হবে। এর মধ্যে সরকার তাদের পুনর্বাসনের জায়গার জন্য সার্ভে করবে।’’ উল্লেখ্য কোন পুনর্বাসন ছাড়াই হঠাৎ করে হকার উচ্ছেদ শুরু হয়েছে রাজ্য জুড়ে। গড়িয়াহাট, হাতিবাগানের মতো কলকাতার একাধিক জায়গায় হকারদের সড়িয়ে দেওয়া হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে দোকান।
উল্লেখ্য মুখ্যমন্ত্রী দাবি করছেন শহরকে সুন্দর করতে তাদের এই পদক্ষেপ। কিন্তু কয়েকমাস আগে কলকাতা পৌরসভার পক্ষ থেকে টাকা নিয়ে গড়িয়াহাট ফুটপাথ জুড়ে হকারদের জন্য শেড বানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে বড় অঙ্কের টাকা পকেটে পুড়েছে তৃণমূল। পৌরসভার পক্ষ থেকে শেডের জন্য যেই টাকা বরাদ্দ করা হয়েছিল তার থেকে বাড়তি টাকা নেয় স্থানীয় তৃণমূল নেতারা। এক দোকানির কথাব তার থেকে ২৫ হাজার টাকা নিয়ে শেড বানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে বসে মুখ্যমন্ত্রী দাবি করেছেন পুলিশ নাকি হকারদের থেকে টাকা নেয়। তার দল নাকি কোন টাকা নেয়না। অথচ শহরের প্রতিটা হকারের থেকে নিয়মিত চাঁদা নেয় তৃণমূলের শ্রমিক সংগঠন।
Chief Minister
চাপের মুখে একমাস হকার উচ্ছেদ বন্ধ রাখছে সরকার
×
Comments :0