অনুষ্ঠানের মুখ্য আলোচক ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর বিশেষজ্ঞ চিকিৎসক অরুণালোক ভট্টাচার্য মহাশয় বাজারে চালু তথকথিত শিশু খাদ্য গুলির সত্যিকারের প্রয়োজনীয়তা এবং শিশু স্বাস্থ্যের উপরে তার প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্যে মায়েদের স্বাস্থ্যের কি ভূমিকা এবং সেক্ষত্রে সঠিক সচেতনতার উপরে জোর দেন। কিভাবে স্বল্প খরচে শিশুদের স্বাস্থ্য রক্ষা করা যাবে তার উপরে বিশেষ আলোকপাত করেন। এরপরে সভায় উপস্থিত মায়েরা এবং অভিভাবকরা আলোচনাতে অংশগ্রহণ করে শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা এবং তার প্রতিকার নিয়ে অসংখ্য প্রশ্ন উপস্থাপিত করেন। ড: ভট্টাচার্য প্রতিটি প্রশ্ন মন দিয়ে শোনেন এবং যথাযত উত্তর দেন। অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার উপস্থিত অভিভাবকদের এই জাতীয় আলোচনা সভা ভবিষ্যতে অনুষ্ঠিত করার ব্যাপারে মতামত চাইলে সবাই সমস্বরে এই জাতীয় সভার গুরুত্ব সদর্থক ভাবে জানিয়ে দেন এবং আরও এই জাতীয় আলোচনা সভা অনুষ্ঠিত করার জন্যে অনুরোধ করেন। অনুষ্ঠানের শেষে সভার সভাপতি এবং মেলা কমিটির কার্য্যকরী সভাপতি অচ্যুত চক্রবর্তী সমগ্র আলোচনা গুলির নির্যাস তুলে ধরেন এবং সভায় উপস্থিত বক্তাসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই সভায় কসবা - ঢাকুরিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শ্যামাদাস চ্যাটার্জী সহ আরও অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
kasba
‘মা ও শিশুর স্বাস্থ্য’ বিষয়ক আলোচনা কসবার স্কুলে

×
Comments :0