ভারত ও সাউথ আফ্রিকা মুম্বাইয়ের ডিওয়াই পাটিল অ্যাকাডেমিতে মুখোমুখি হতে চলেছে রবিবার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর একদিনের মহিলা ক্রিকেট বিশ্বকাপে কে হতে চলেছে পরবর্তী বিজয়ী সে দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
ভারত এই নিয়ে তৃতীয়বার একদিনের বিশ্বকাপ ফাইনালে নামতে চলেছে। এর আগে ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার ফাইনালে নামে ভারত এবং ৯৮ রানে পরাজিত হয়। ২০১৭ সালে ইংল্যান্ডের সঙ্গেও মাত্র ৯ রানে পরাজিত হয় ভারত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার ভারতীয় মহিলা টিমের ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর বলেন, "আমরা জানি হারের যন্ত্রণা ঠিক কেমন। আমরা সেদিন পেরিয়ে এবার জয়ের স্বাদ পেতে চাই। আশা করি, কাল আমাদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। আমরা এই দিনটির জন্য ভীষণভাবে পরিশ্রম করেছি। কাল টিমকে জয় এনে দেওয়ার জন্য যা প্রয়োজন তাই করব।"
তিনি আরো বলেন, "আমরা দেখে এসেছি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আধিপত্য বজায় রাখেছিল। তবে আমাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। ভালো লাগার বিষয় এটিই যে এবারের ফাইনালে সম্পূর্ণ ভিন্ন দু’টি দল মুখোমুখি হতে চলেছে।" রবিবার ফাইনাল ম্যাচকে ঘিরে জনমানসে উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ফাইনাল ম্যাচের দিন ঘোষণার আগে থেকেই বিক্রি হয়ে গিয়েছিলো বহু টিকিট। শনিবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামের সামনে টিকিটের লম্বা লাইন পড়তে দেখা যায়। জানা যাচ্ছে, কেউ কেউ টানা ৩৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন টিকিটের জন্য।
World Cup Final
টিকিটের লম্বা লাইন মুম্বাইয়ে, জয়ের স্বাদ পেতে চাইছেন হরমনপ্রীতরা
×
Comments :0