INDIA VS BANGLADESH TEST DAY 4

চতুর্থ দিনের শেষে জয়ের আরও কাছে টিম ইন্ডিয়া

খেলা

CRICKET INDIA BANGLADESH TEST SERIES TEST CRICKET

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল ভারত। শনিবার সারাদিন ব্যাট করে বাংলাদেশের স্কোর ২৭২/৬। জয়ের জন্য শেষদিন ৪ উইকেটে আরও ২৪১ রান করতে হবে বাংলাদেশকে। হাতে রয়েছে ৯০ ওভার। চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা চলছে। 

শুক্রবার নিজেদের দ্বিতীয় ইনিংস শেষে বাংলাদেশের সামনে ৫১৩ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। পর্বতসমান টার্গেটের সামনেও পালটা লড়াই দেওয়ার চেষ্টা করে বাংলাদেশ। নবাগত ওপেনার জাকির হাসান সেঞ্চুরি করেন। ২২৪ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি।  দলের ইনিংসকে ভরসা যোগাচ্ছেন অধিনায়ক শাকিব আল হাসান। চতুর্থ দিনের শেষে ৪০ রানে অপরাজিত রয়েছেন শাকিব। পঞ্চম দিনে ভারত চেষ্টা করবে যত দ্রুত সম্ভব শাকিবকে প্যাভেলিয়নে ফেরাতে। ভারতের হয়ে অক্সর প্যাটেল ৩টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়া উমেশ যাদব, কুলদীপ যাদব এবং রবিচন্দ্রণ অশ্বিনের সংগ্রহে গিয়েছে ১টি করে উইকেট। 

শুক্রবার লাঞ্চ ব্রেকের পরে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। স্কোরবোর্ডে তখন ২৫৮/২। দ্বিতীয় ইনিংসে জোড়া শতরান করেন চেতেশ্বর পূজারা এবং শুভমান গিল। টসে জিতে প্রথম ইনিংসে  প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক কেএল রাহুল। ভারতের ইনিংস ৪০৪ রানে শেষ হয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। বাংলাদেশের প্রথম ইনিংস শেষে ভারতের লিড ছিল ২৫৪। ৪০ রানে ৫ উইকেট সংগ্রহ করেন কুলদীপ যাদব। 

Comments :0

Login to leave a comment