ইসলামপুর শহরের খেরবাড়ির এলাকার নিখোঁজ কিশোরীর অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো ইসলামপুর লাগোয়া পাশ্ববর্তী বিহারের কিশনগঞ্জ জেলার পাহারকাট্টা থানার নয়াবস্তি এলাকার ভুট্টা জমি থেকে। স্থানীয়দের অনুমান ধর্ষণ করে কুপিয়ে খুন করা হয়েছে ওই কিশোরীকে। বাড়ি ইসলামপুর শহর এলাকায়।
জানা গিয়েছে, মৃত ওই কিশোরীর সাথে বিহারের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত দুইদিন আগে ওই কিশোরীর নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও ওই কিশোরীকে পাওয়া যায়নি। শনিবার ইসলামপুর শহর থেকে প্রায় ২ কিলোমিটার দুরে বিহারের পাহারকাট্টা থানার নয়াবস্তি এলাকায় একটি ভুট্টার জমি থেকে ওই কিশোরীর অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খবর জানাজানি হতেই এলাকার বাসিন্দারা সেখানে ভির জমাতে শুরু করে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিহারের পাহারকাট্টা থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের নিয়ে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিহারের পাহারকাট্টা থানার পুলিশ।
Raped and Murder
ইসলামপুরের কিশোরীর দেহ উদ্ধার বিহারের ভুট্টার জমিতে , ধর্ষণ করে খুনের অভিযোগ
×
Comments :0