S Jaishnkar

ভারতীয়দের শিকল পড়ানো প্রসঙ্গে মুখ খুললেন জয়শঙ্কর

জাতীয়

শিকল পড়িয়ে ভারতীয়দের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরানো প্রসঙ্গ নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন এই বিষয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয় মার্কিন প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। তার কথায় মার্কিন প্রশাসনের কাছে জানানো হয়েছে অবৈদ অভিবাসীদের সাথে এই ধরনের কোন অমানবিক আচরণ না করা হয়।

উল্লেখ্য অভিযোগ সামনে আসে যে গোটা যাত্রা পথে একবারের জন্য ভারতীয়দের বিমানের আসন থেকে উঠতে দেওয়া হয়নি। এই বিষয় কঠোর কোন মন্তব্য না করে রাজ্যসভায় জয়শঙ্কর বলেন, যে কোন বিমানে যাত্রীদের সময় দেওয়া হয় শৌচাগারে যাওয়ার জন্য অতীত থেকে এই নিয়ম চলে আসছে।

এদিন লোকসভায় মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের সাথে হওয়া ব্যবহার নিয়ে আলোচনার দাবি জানানো হয় বিরোধীদের পক্ষ থেকে। মুলতবি হয়ে যায় লোকসভা। 

এদিন তিনি আরও বলেন, বিদেশে পড়তে যাওয়া ভারতীয় ছাত্র প্রতি সরকার সংবেদনশীল। বিভিন্ন সময় বিদেশে ভারতীয় ছাত্রদের ওপর হামলার কথা সামনে এসেছে। এমনকি প্রানঘাতি হামলাও হয়েছে। বিদেশে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে যা বার বার প্রশ্ন তুলেছে। এমন পরিস্থিতিতে এদিন জয়শঙ্কর জানান, ‘‘বিদেশে লেখা পড়া করতে যাওয়া ছাত্ররা খুব কাছের। বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে তাদের নজরে রাখা হয়। কোথাও কোন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলে সরকারের পক্ষ থেকে তাদের সতর্ক করাও হয়।’’

তিনি আরও জানান বিদেশে কতজন ছাত্র-ছাত্রী লেখা পড়া করতে যাচ্ছেন তাদের নির্দিষ্ট তথ্য রয়েছে সরকারের কাছে। ইউক্রেণ যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, ইউক্রেণ যুদ্ধের সময় সেই দেশে আটকে থাকা ভারতীয়দের এবং ছাত্র ছাত্রীদের বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। যে কোন জায়গায় এমন পরিস্থিতি তৈরি হলে সরকার তা ফের করতে তৈরি। তার কথায় এই বিষয় বিদেশমন্ত্রকের নির্দিষ্ট পরিকল্পনা আছে। 

বিদেশ মন্ত্রীর কথায় বিভিন্ন দেশে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকরাও সেই দেশে থাকা ভারতীয় ছাত্র ছাত্রীদের প্রতি নজর এবং যোগাযোগ রাখেন।   

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন