SAGAR DUTTA MEDICAL COLLEGE PROTEST

সাগর দত্তে কর্মবিরতি জুনিয়ার ডাক্তারদের

রাজ্য জেলা

নিরাপত্তার দাবিতে শনিবার সকাল থেকেই কর্মবিরতিতে সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা। তাদের এই প্রতিবাদে সামিল হয়েছেন নার্সরাও। হাসপাতালের এমএসভিপি সুজয় মিস্ত্রির কাছে অভিযোগও জানিয়েছন তারা।

শুক্রবার সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। জুনিয়র ডাক্তারদের উপরে চড়াও হন রোগীর আত্মীয়রা। তিন জন জুনিয়র ডাক্তার আক্রান্ত হন এবং তিন জন নার্স সহ স্বাস্থ্যকর্মীরা আহত হয়। মোট সাতজন এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছএ। 

এর প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা গতকাল রাত থেকেই কর্মবিরতি শুরু করেছেন। পুলিশের উপস্থিতিতে কি ভাবে তাদের ওপর হামলা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ১৪ আগস্ট আর জি কর হামলার দিন যেমন পুলিশ দুর থেকে দাঁড়িয়ে গোটা ঘটনা দেখছিল কালও নাকি দুরে দাঁড়িয়ে ছিল পুলিশ, এমনটাই দাবি করছেন আন্দোলনরত চিকিৎসকরা। 

জানা যাচ্ছে চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করেছে কামারহাটি থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment