Junior Doctor protest

প্রত্যাহার হতে পারে পূর্ণ কর্মবিরতি

রাজ্য

পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করতে পারেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। কর্মবিরতি তুলে নিলেও দাবিতে তারা অনড় থাকবেন। শারদোৎসবের সময় কি ভাবে তারা তাদের প্রতিবাদ সংগঠিত করতে পারে তারও চিন্তা ভাবনা চলছে। উল্লেখ্য ৯ অক্টোবর আর জি কর ঘটনার দুই মাস পূর্ণ হচ্ছে সেদিন থেকে শারদোৎসবের শুরু।

গতকাল রাত ৮টা থেকে ১০ ঘন্টা জিবি'র পর শুক্রবার দুপুর ২টো নাগাদ কলকাতার সব মেডিক্যাল কলেজ থেকে মিছিলের কর্মসূচি জুনিয়র ডাক্তাররা। প্রত্যেক মেডিক্যাল কলেজ থেকে আলাদা আলাদা মিছিল বের করে সব মিছিল শেষ করা হবে ধর্মতলায়। সেখান থেকেই পরবর্তী কর্মসূচির ঘোষণা করতে পারেন আন্দোলকারী ডাক্তাররা।

২ অক্টোবর ধর্মতলার সমাবেশ থেকে তারা জানিয়ে ছিলেন কর্মবিরতি যদি তারা প্রত্যাহার করে তবে তা মানুষের কথা ভেবে কারুর কাছে মাথা নত করে নয়। 

 

Comments :0

Login to leave a comment