Junior Doctor protest

চলছে চিকিৎসকদের জিবি সভা

রাজ্য কলকাতা

এনআরএস হাসপাতালে শুরু হলো জুনিয়ার চিকিৎসকদের জিবি সভা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন জুনিয়ার চিকিৎসকদের। শনিবার মুখ্যসচিবের পক্ষ থেকে মইল করে বৈঠকের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য মেইলে বলা হয়েছে পাঁচটায় বৈঠক তাই ৪:৩০ মধ্যে নবান্নে পৌঁছে যেতে হবে চিকিৎসকদের। ৪৫ মিনিটের বেশি বৈঠক কোন ভাবে হবে না। গতকাল মুখ্যমন্ত্রী যখন চিকিৎসকদের সাথে ফোনে কথা বলছিলেন তখন তাকে বলতে শোনা যায় যে, ‘‘তোমাদের যখন খুশি এলে হবে না। তোমাদের যেমন সময়ের দাম আছে আমারও আছে। তিন ঘন্টা বসিয়ে রেখে মিটিংএ আসবে তারপর দীর্ঘ সময় ধরে বৈঠক হবে তা চলবে না। আমার অনেক কাজ থাকে।’’

মুখ্যমন্ত্রীর এই কথাকে অপমান হিসাবেই নিয়েছেন অনশনরত জুনিয়ার চিকিৎসকরা। তারা বলেন, মুখ্যমন্ত্রীর কথা থেকে বোঝা যাচ্ছে এই আন্দোলনের কোন গুরুত্ব তার কাছে নেই।

সূত্রের খবর এদিনের জিবি সভা থেকে ঠিক হবে কোন দশ জন যাবেন নবান্নে বৈঠকের জন্য। গতকাল চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যে তাদের দাবি না মানা হলে কোন ভাবে অনশন প্রত্যাহার করা হবে না। 

Comments :0

Login to leave a comment