অধ্যক্ষ পদে উপযুক্ত নন এমন ব্যক্তিকে দীর্ঘদিন ধরে কল্যাণী মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে রাখবার অভিযোগ উঠেছিল। তিন মাস আগেই ন্যাশনাল মেডিকেল কাউন্সিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে শোকজ করেছিল এ বিষয়ে। সুপারিশ করেছিল দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে অভিজিৎ মুখার্জিকে সরিয়ে দিতে। তা সত্ত্বেও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় অভিজিৎ মুখার্জিকেই দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ পদে বহাল রেখে দিয়েছিল। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের চাপের মুখে শেষ পর্যন্ত ঢোক গিলতে বাধ্য হল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। বুধবার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে অভিজিৎ মুখার্জিকে সরিয়ে অধ্যাপক মনিদীপ পাল কে নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োজিত করল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। অধ্যক্ষ পদে দায়িত্ব নিতে হলে কমপক্ষে পাঁচ বছর প্রফেসর পদে কর্মরত থাকতে হয়। অভিজিৎ মুখার্জির সে যোগ্যতা ছিল না বলেই তাঁকে সরানোর জন্য সুপারিশ করেছিল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল।
Kalyani Medical College
কল্যাণী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অপসারিত
×
Comments :0