ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেসের বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত কামরার ভিতর থেকে তবলা বাদক সৌমিত্র চ্যাটার্জীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। খুনের তদন্তে নেমে গুজরাট থেকে রাহুল ওরফে ভোলুকে গ্রেপ্তার করে গুজরাট পুলিশ। ধৃত যুবক হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে। ইতিমধ্যে এই ঘটনায় সিআইডি ও হাওড়া জিআরপি'র একটি টিম গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখান থেকেই অভিযুক্ত রাহুলকে ট্রানজিস্ট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গত মঙ্গলবার ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেসের বিশেষ সক্ষমদের জন্য সংরক্ষিত কামরার ভিতর থেকে বালি ঘোষপাড়ার সৌমিত্র চ্যাটার্জীর রক্তাক্ত মৃতদেহ কামরার উপরের আসনে কাপড়ে মোড়া অবস্থায় দেখতে পায় হাওড়া স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ জওয়ানরা। এই ঘটনার জেরে রেলের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। রেল যাত্রা কতটা নিরাপদ, তা নিয়েও প্রশ্ন দেখা দেয়। চলন্ত ট্রেনের মধ্যে একজন যাত্রীকে খুন করা হলো অথচ ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তা জানতে পারলেন না এ প্রশ্নও উঠতে থাকে। খুনের কিনারা করতে জিআরপি হাওড়া এবং সিআইডি আধিকারিকদের নিয়ে একটি টিম গঠন করা হয়।
রেল পুলিশ সূত্রে জানা গেছে গুজরাট পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া রাহুল ওরফে ভোলু মূলত সিরিয়াল কিলার। তার বিরুদ্ধে ট্রেনে লুট, ধর্ষণ সহ একাধিক খুনের মামলা রয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মৃতের মোবাইল, টাকা, তবলা ও সরঞ্জাম। ইতিমধ্যে গুজরাট পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছে ধৃত রাহুল। মঙ্গলবারই সিআইডি ও হাওড়া জিআরপির একটি টিম গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখান থেকেই অভিযুক্ত রাহুল ওরফে ভোলুকে ট্রানজিক্স রিমান্ডে নিয়ে আসা হবে হাওড়ায়।
Katihar Express Murder Case
তবলা বাদক খুনের ঘটনায় গ্রেপ্তার সিরিয়াল কিলার
×
Comments :0