আম্বেদকর বিতর্কে বৃহস্পতিবার সংসদের বাইরে হাতাহাতি হয় বিজেপি এবং কংগ্রেস সাংসদদের মধ্যে। দুজন বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গী এবং মুকেশ রাজপুত আহত হয়েছেন। তাদের দাবি রাহুল গান্ধী তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রাহুলকে নিশানা করে বলেছেন, ‘সংসদের ভিতরে কি ভাবে তিনি বল প্রয়োজ করতে পারেন?’
লোকসভার অধ্যক্ষকে লেখা চিঠিতে খাড়গে গোটা বিষয়ের তদন্তের দাবি জানিয়েছে।
এদিন রাজ্যসভার অধিবেশন শুরু হলে গোটা বিষয় নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রিজিজু রাজ্যসভায় অভিযোগ করেন, লোকসভার বিরোধী দলনেতা তাদের মহিলা সাংসদের ধাক্কা দিয়েছে। তাদের দুজন সাংসদ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তিনি দাবি জানান, রাহুল গান্ধী যেই কাজ করেছেন তার জন্য গোটা কংগ্রেস দলকে সংসদের কাছে এবং দেশের কাছে ক্ষমা চাইতে হবে।
Comments :0