Junior Doctor protest

জুনিয়ার চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর এর হুমকি কুণালের

রাজ্য কলকাতা

জুনিয়ার চিকিৎসকদের নামে এফআইআরের হুমকি শোনা গেলো তৃণমূল নেতা কুণাল ঘোষের মুখে। দলীয় সভা থেকে কুণালকে বলতে শোনা যায়, ‘‘স্বাস্থ্য ধর্মঘটের কারণে কোন রোগীর যদি ক্ষতি হয় তাহলে দেবাশিষ হালদার, অনিকেত মাহাতদের নামে এফআইআর দায়ের করবো।’’ পাল্টা জুনিয়ার চিকিৎকসরা বলেছেন, ‘‘যখন উনি প্রজন ভ্যানে উঠছিলেন তখন তিনি বলেছিলেন বিচার চাই।’’ উল্লেখ্য সারদা কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর কুনাল বার বার দাবি করেছিলেন তাকে ফাঁসানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার মুখোমুখি বসিয়ে জেরা করার দাবিও তিনি করেন।
আর জি কর কাণ্ডে চিকিৎসকদের লাগাতার আন্দোলনকে প্রতিনিয়ত কটাক্ষ করেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। আন্দোলনের সামনের সারিতে থাকা চিকিৎসকদের কুৎসিত ভাষায় আক্রমণ করার পাশাপাশি ব্যাক্তি আক্রমণও করেছেন সারদা কাণ্ডে জেলে থাকা কুণাল ঘোষ। শুধু কুণাল ঘোষ নয় তৃণমূলের একাধিক নেতা, বিধায়ক এবং সাংসদ লাগাতার এই আন্দোলনকে আক্রমণ করে আসছে। সাধারণ মানুষ যারা এই আন্দোলনে যোগ দিয়েছেন তাদের ওপরও আক্রমণ করেছে শাসক দল। রাত দখল কর্মসূচির ওপর হামলা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। প্রতিটা ক্ষেত্রে আঙুল উঠেছে শাসক দলের দিকে।
মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সোমবার নবান্নে বৈঠকে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের প্রতিনিধি দল। তাদের কথায় যদি তাদের দাবি না মানা হয় তবে তারা বাধ্য হবে ধর্মঘটের পথে যেতে। 
শুক্রবার চিকিৎসক আন্দোলনের নেতা উৎপল ব্যানার্জি বলেছেন, ‘‘আমরা কেউই চাই না ধর্মঘটের মতো কোনও সিদ্ধান্ত নিতে। কিন্তু সরকার অনমনীয়। সোমবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে সরকারকে। মনোভাব না বদলালে সর্বাত্মক চিকিৎসক ধর্মঘটের দিকে যেতে হতে পারে।’’
সরকারি চিকিৎসক সংগঠন এএইচএসডি’র সম্পাদক ডা. ব্যানার্জি বলেন, ‘‘জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়েছে বৃহস্পতিবার। সেখানে সব চিকিৎসক সংগঠনই একমত জুনিয়র ডাক্তারদের বক্তব্যের সঙ্গে।’’ 
শুক্রবারই জুনিয়র চিকিৎসকরা প্রেস বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রীর দিকে  প্রশ্ন ছুঁড়ে দেন। তাঁরা বলেন, আর কতদিন না খেয়ে মুমূর্ষু হয়ে থাকব সেটা আপনি আমাদের বলে দিন। 
অনশনরত জুনিয়র চিকিৎসকরা বলেছেন, "যিনি আমাদের রাজ্যের অভিভাবক তাঁর একবারও মনে হলো না আমাদের দিকে তাকিয়ে দেখার। আমাদের বলতেও কষ্ট হচ্ছে। আমরা খালি জল খেয়ে আছি। ওআরএস, নুন, চিনি কিছু না- কেবল জল। আর সেই জলটা আমাদের চোখ দিয়ে বেরনো খালি বাকি আছে। আমরা তো ওনার সন্তানসম। দুর্গাপুজোয় দেখলাম উনি মেতে আছেন মজে আছেন। উনি কেন এতো নিষ্ঠূর। এটা আমাদের নির্বাক করে।’’

Comments :0

Login to leave a comment