ত্রিপুরায় লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। ত্রিপুরা পূর্ব কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী রাজেন্দ্র রিয়াঙ। ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানাবে বামফ্রন্ট।
রবিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এই সিদ্ধান্ত জানান। ত্রিপুরা পূর্ব কেন্দ্রটি আদিবাসী সংরক্ষিত। তিনি জানান রামনগর বিধানসভা উপনর্বাচনে সিপিআই(এম) প্রার্থী রতন দাস। বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে আসনটি ফাঁকা রয়েছে।
সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘বামফ্রন্ট তাড়াতাড়িই ‘ইন্ডিয়া’ মঞ্চের অন্য দলগুলির সঙ্গে আলোচনায় বসবে। যৌথ প্রচারের পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
২০১৯’র লোকসভা নির্বাচনে প্রথম দু’টি আসনে জয়ী হয় বিজেপি। ত্রিপুরা পশ্চিম কেন্দ্র থেকে জয়ী প্রতিমা ভৌমিককে কেন্দ্রে প্রতিমন্ত্রীও করে বিজেপি। এবার দুই কেন্দ্রেই প্রার্থী বদলেছে নরেন্দ্র মোদীর দল।
TRIPURA LEFT FRONT
ত্রিপুরায় প্রার্থী ঘোষণা বামফ্রন্টের
×
Comments :0