Left front candidate list

প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট

জাতীয় রাজ্য

রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলো বামফ্রন্ট। বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা প্রকাশ করেন।

বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে কংগ্রেসের সাথে আসন সমঝোতার কথা মাথায় রেখে তারা সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেননি।

কোচবিহার লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন।

বালুরঘাট লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত।

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী এস এম সাদি।

দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী।

যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য।

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম।

হাওড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি (আইনজীবী)।

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধর।

হুগলী লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মনোদীপ ঘোষ।

তমলুক লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়ন ব্যানার্জি (আইনজীবী)।

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত।

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শীতল কৈবর্ত।

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী নীবর খান।

আসানসোল লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী জাহানারা খান।

বামফ্রন্টের পক্ষ থেকে প্রথম দফার এই তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ১৪ জন প্রার্থীই প্রথথমবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন বিমান বসু। তিনজন মহিলা প্রার্থী রয়েছেন।

Comments :0

Login to leave a comment