বুধবার রাজ্য বামফ্রন্টের তরফে এক প্রেস বিবৃতি দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
তিনি বলেছেন, ‘‘গত ১০-১১ বছর ধরে সন্দেশখালি দ্বীপাঞ্চলে তৃণমূলের লুটেরাদের হাতে স্থানীয় মা-বোনেদের মা-ইজ্জত কি ভাবে লুট হয়েছে, কিভাবে জমিজমা লুট হয়েছে, ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়েছে, এমনকি এলাকার বাসিন্দাদের খেলার মাঠও চুরি হয়েছে, তা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার। বিশেষ করে তপশিলী ও আদিবাসী মানুষের সংবিধানসম্মত অধিকারেও থাবা বসিয়ে বাঁচার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সম্ভবত সেই কারণেই মিথ্যা মামলায় প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল।’’
প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি কলকাতার বাঁশদ্রোণীর বাসভবন থেকে কলকাতা পুলিশ নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে তাঁকে সন্দেশখালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান নিরাপদ সর্দার। হাইকোর্টের পর্যবেক্ষণে উঠে আসে, এফআইআর দায়েরের আগের দিনই গ্রেপ্তার করা হয়েছে নিরাপদ সর্দারকে। এই ‘অতি-তৎপরতার’ জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের কেন গ্রেপ্তার করা হবে না, সেই জবাবও উত্তর ২৪ পরগণার পুলিশ সুপারের কাছে তলব করেছে হাইকোর্ট।
বুধবার সন্ধ্যাবেলায় নিরাপদ সর্দারকে নিয়ে বাঁশদ্রোণী অঞ্চলে বিশাল মিছিল করে সিপিআই(এম)।
এই প্রসঙ্গে বিবৃতিতে বিমান বসু বলেছেন, ‘‘অভিযোগের আগেই এফআইআর করে ভুয়ো মামলায় গ্রেপ্তার করার জন্য পুলিশকে চরম ভর্ৎসনা করেই নিরাপদ সরকারকে অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাইকোর্ট। ক্রমশ ওই এলাকায় তৃণমূল কংগ্রেস সরকার ও দলের অনেক কুকীর্তি মানুষের সামনে উঠে আসছে। তেভাগা আন্দোলনের এক উজ্জ্বল ইতিহাস ‘সন্দেশখালি’- এ এক কুৎসিত ভিন্ন চিত্র মানুষের সামনে উঠে এসেছে যা অতীতে কেউ কখনও দেখেনি।’’
বিমান বসু বলেছেন, ‘‘বামফ্রন্ট সন্দেশখালি এলাকার সব দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং সঙ্গে সঙ্গে মিথ্যা মামলায় যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছে।’’
বসু বলেছেন, ‘‘রাজ্যে শিক্ষকের অভাবে শিক্ষা ব্যবস্থা চূড়ান্ত ভাবে ভেঙে পড়ার মুখে এসে দাঁড়িয়েছে। শিক্ষকের অভাবে কোথাও কোথাও ছাত্র-ছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে এবং কোথাও স্কুল বন্ধ থাকছে বা কোথাও স্কুলই তুলে দিয়েছে। অবিলম্বে সমস্ত স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে।’’
বসুর সংযোজন, ‘‘ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকার কার্যকরী করতে শিক্ষার অঙ্গনেই প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে এবার নতুন শিক্ষাবর্ষে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।’’
Comments :0