‘‘আর জি কর হাসপাতালের কাণ্ড জঘন্য ঘটনা। এটি পূর্বপরিকল্পিত। এর সঙ্গে দুর্নীতি জড়িত। বাঘা বাঘা মাথা জড়িত। আমরা এখনই বিচার চাই। জনগণের আদালতের ওপর কোনও আদালত নেই।’’
শনিবার লালবাজারের সামনে বামফ্রন্টের ডাকে অবস্থানে একথা বলেছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র।
তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী কী আইন করলেন, কী হলো সেই আইনের? সিবিআই, ইডি তদন্ত করেনি এর আগে একের পর এক দুর্নীতির মামলায়। তাই উনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন।’’
মিশ্র বলেন, ‘‘সন্দীপ ঘোষ কেবল দু্নীতিতে গ্রেপ্তার করা হবে কেন? আর কিছু করেননি সন্দীপ ঘোষ?’’ তিনি বলেন, ‘‘উনি আজ আইন পাশ করলেন। এত বছর ধরে যে একের পর এক ধর্ষণ হলো, সেগুলির কী হবে?’’
প্রবীণ সিপিআই(এম) নেত্রী রেখা গোস্বামী বলেন, এই জমানায় মা বাবা দের মনে আতঙ্ক। মেয়ে বাইরে গেলে ভয়ে থাকছেন। বারবার দেখা গিয়েছে নারীদের ওপর অত্যাচারে জড়িতদের প্রশাসন আড়াল করছে।
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী বলেছেন, ১৪ আগস্ট হামলা হয়েছিল কলতানদের ওপর। সেই হামলা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। এই হামলার মাস্টারমাইন্ড কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁকে গ্রেপ্তার করে জেরা করতে হবে। আর জি কর কাণ্ডে আসল তথ্য পাওয়া যাবে পুলিশ কমিশনারের থেকে।
সারাদিন বামফ্রন্ট নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। পাশাপাশি চলেছে প্রতিবাদী গান, কবিতা। নেতৃবৃন্দ বলেছেন, আর জি কর হাসপাতালে ধর্ষণ-খুন কাণ্ড থেকে নজর ঘোরানোর একের পর এক চেষ্টা চলছে। কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে সেই উদ্দেশ্য নিয়ে। চেষ্টা হচ্ছে বিচারের দাবিতে নামা অগণিত মানুষকে ভয় দেখানোর। গ্রেপ্তারি, মিথ্যা মামলা করা হচ্ছে। কিন্তু এর আগেও অসংখ্য মিথ্যা মামলা দায়ের হয়েছে। কিন্তু আন্দোলনকে, প্রতিবাদকে দমানো যায়নি। এবারও যাবে না। এদিনই কলকতান দাশগুপ্তর জামিন নাকচ হয়ে যায় বিধাননগর আদালতে। আগামী ২১ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে তাকে।
RG KAR PROTEST
গ্রেপ্তার করে আন্দোলন ভাঙা যাবে না: মিশ্র
×
Comments :0