মহারাষ্ট্রে এনডিএ-র বিপুল জয়ের পরপরই ইভিএম নিয়ে সরব হন বিরোধীরা। পাঁচ মাস আগে লোকসভা নির্বাচনে যে রাজ্যে ধাক্কা খেয়েছিল এনডিএ সেই রাজ্য কি ভাবে তাদের এই বিপুল জয় সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন তোলেন শরদ পাওয়ার, উদ্ধব থ্যাকারেরা। তাদের সরাসরি অভিযোগ ইভিএম-এ কারচুপি করা হয়েছে।
মহারাষ্ট্রে বিরোধীদের দখলে আছে মাত্র ৪৯টি আসন। তার মধ্যে উদ্ধব থ্যাকারের শিবসেনা পেয়েছে ২০টি আসন, কংগ্রেস ১৬ এবং শরদ পাওয়ারের এনসিপি মাত্র ১০টি আসন।
উল্লেখ্য গত এপ্রিল মাসে ইভিএম বাতিল করার আবেদন খারিজ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।
Comments :0