Dr. Manmohun Singh

রাজঘাটে প্রনবের পাশে মনমোহন সিং এর স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব কেন্দ্রের

জাতীয়

রাজঘাটের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখার্জির স্মৃতিসৌরের পাশে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মৃতিসৌধ তৈরি করার প্রস্তাব দিলে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

সম্প্রতি প্রনব মুখার্জির স্মৃতিসৌধ তৈরি করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার সেই স্মৃতিসৌধের পাশেই প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরি করতে চায় সরকার। উল্লেখ্য প্রনব মুখার্জি ২০২০ সালে প্রয়াত হন। সেই সময় দেশের প্রাক্তন রাষ্ট্রপতির জন্য স্মৃতিসৌধ তৈরি করার ক্ষেত্রে কোন উদ্যোগ নেয়নি সরকার। মনমোহন সিং-এর প্রয়ানের পর প্রনব মুখার্জির স্মৃতিসৌধ তৈরি করার কথা জানায় কেন্দ্রীয় সরকার।

জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, অটল বিহারি বাজপেয়ীর মতো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের শেষকৃত্য হয়েছে বিশেষ জায়গায়। সেখানেই গড়ে উঠেছে তাঁদের স্মৃতি সৌধ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য যাতে বিশেষ জায়গায় হয় তার আবেদন করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু সেই আবেদন মানেনি মোদী সরকার। মনমোহন সিংয়ের শেষকৃত্য হয়েছে দিল্লির নিগমবোধ ঘাটেই। কেন্দ্রীয় সরকারের এই মনোভাবের সমালোচনা করেছে কংগ্রেস। যদিও বিজেপি দাবি করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে তৈরি হবে স্মৃতি সৌধ, সেই কথা জানানো হয়েছে কংগ্রেসকে। 

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সম্মতির জন্য তারা অপেক্ষায় আছেন তারা যদি রাজি থাকেন তাহলে একদা নিজের মন্ত্রিসভার অর্থমন্ত্রী প্রনব মুখার্জির স্মৃতিসৌধের পাশেই তৈরি হবে মনমোহন সিং-এর স্মৃতিসৌধ।  

Comments :0

Login to leave a comment