Taratala Fire

তারাতলার বস্তিতে আগুন, পুড়ে ছাই বহু ঘর

কলকাতা

ছবি প্রতীকী।

তারাতলা থানা এলাকায় কলকাতা পোর্ট ট্রাস্ট কলোনি সংলগ্ন একটি বস্তিতে আগুন লেগে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা। সোমবার সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ আগুন লাগে। আগুন দ্রত ছড়িয়ে পড়ে। একাধিক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। বস্তির বহু ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। খবর পৌঁছায় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের ছয়টি ইঞ্জিন। দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভাতে দমকলকর্মীদের সহযোগিতা করেছেন স্থানীয় বাসিন্দারাও। আসেন এলাকার স্থানীয় কাউন্সিলর। আসেন মেয়র ফিরহাদ হাকিমও। অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর পাওয়া গেছে দমকল সূত্রে। জানা গিয়েছে, তারাতলার ওই বসতিতে প্রায় ৩০টির মতো ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। 
স্থানীয় এক বাসিন্দা বলেন, হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। একাধিক বিস্ফোরণ হয়েছে বলে তিনি অভিযোগ করেন। দমকল কর্মীদের  প্রাথমিক অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার মিনিট দশেকের মধ্যে এলাকায় পৌঁছনো গিয়েছে বলে জানিয়েছে দমকল। ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করেছে, রাতের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রের খবর। জনবসতিতে আগুন লাগলেও কোনও হতাহতের খবর নেই এখনও পর্যন্ত।

Comments :0

Login to leave a comment