MD SALIM

অভিষেককে বাংলার একনাথ শিন্ডে বানাতে চাইছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ সেলিমের

রাজ্য কলকাতা

CPIM TMC BJP AIKS WEST BENGAL PANCHAYAT ELECTION WEST BENGAL POLITICS 2023 BENGALI NEWS md salim

মুখ্যমন্ত্রীর ঠিকানায় তৈরি হয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডসের প্রথম অফিস। সেই সংস্থা যাতে কোটি কোটি টাকার টেন্ডারের কমিশন আয় করতে পারে, সেটা নিশ্চিত করতে মুকুল রায়কে রেলমন্ত্রী করেছিলেন মমতা ব্যানার্জি। বিজেপি বাংলায় অভিষেক ব্যানার্জির হাত ধরে নতুন একনাথ শিন্ডের জন্ম দিতে চাইছে। বুধবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে গণশক্তি পত্রিকার প্রতিষ্ঠা দিবসের সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি। 

সেলিম বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ঠিকানায় লিপস অ্যান্ড বাউন্ডসের প্রথম অফিস খোলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় শেল কোম্পানি তৈরি হল। এই কোম্পানি না কোনও পণ্য তৈরি করে, না এদের কারখানা আছে, তা এরা কোনও পরিষেবা প্রদান করে। শুধুমাত্র কমিশন এজেন্টের কাজ, ঘুষের টাকা সংগ্রহের কাজ, টেন্ডার পাশ করার টাকা সংগ্রহ করে এই সংস্থা।’’

সেলিম অভিযোগ করেন, ‘‘লিপস অ্যান্ড বাউন্ডসের ঘরেই যাতে সমস্ত টেন্ডারের টাকা ঢোকে, সেটা নিশ্চিত করতেই দীনেশ ত্রিবেদীকে সরিয়ে মুকুল রায়কে কেন্দ্রীয় রেলমন্ত্রী করেছিলেন মমতা ব্যানার্জি। এখন রাজ্যের সমস্ত জেলায় যত সরকারি টেন্ডার হয়, সমস্ত লিপস অ্যান্ড বাউন্ডসের ক্যামাক স্ট্রিটের অফিসের মাধ্যমে হয়। সেই প্রক্রিয়া যাতে সুষ্ঠু ভাবে হয়, তাইজন্য সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার পদে বশংবদ অফিসারদের বসানো হয়েছে।’’

সেলিম প্রশ্ন তোলেন, এই সংস্থার মোট সম্পদের পরিমাণ হাজার হাজার কোটি টাকা। তাই ইডি মাত্র ৭ কোটি টাকার সম্পদ কেন বাজেয়াপ্ত করল? সাত হাজার কোটি টাকার সম্পদ কেন বাজেয়াপ্ত করা হল না?

সংবাদমাধ্যমের একাংশকে নিশানা করে সেলিম বলেন, মিডিয়ার যেই প্রশ্নগুলি তোলা উচিত, সেই প্রশ্নগুলি তোলেনা। আমরা বলেছিলাম, বিদেশিনীদের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা পাচার করা হয়েছে। সেই অভিযোগকে উল্টোদিকে ঘোরানোর চেষ্টা করেছিল মিডিয়ার এই অংশ। এরইসঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘যেই সিবিআই-ইডি এত ধরপাকড় করছে, তাঁরা চুরির টাকা বাজেয়াপ্ত করলেও, যে চুরি করেছে, তাঁকে ধরল না।’’

সেলিম এদিন প্রশ্ন তুলেছেন, ‘‘মমতা-মোদী বৈঠকের পরে বিজেপি চুপ কেন? জি-২০ বৈঠকের ছুঁতোয় মমতা ব্যানার্জির সঙ্গে নৈশভোজ সারেন মোদী। তারপরেই ইডি সিবিআই চুপ। আর যে বিজেপি বলছিল, অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারি স্রেফ সময়ের অপেক্ষা, তাঁরা এখন চুপ।’’

সেলিম স্পষ্ট অভিযোগ করেছেন, ‘‘মহারাষ্ট্রের একনাথ শিন্ডে মডেলে পশ্চিমবঙ্গেও নতুন একজন শিন্ডে তৈরি করছে বিজেপি।’’

প্রসঙ্গত, ঘুরপথে মহারাষ্ট্রের ক্ষমতা দখল করতে শিবসেনা নেতা একনাথ শিন্ডেকে ব্যবহার করে বিজেপি। একনাথের অনুগামী বিধায়কদের শিবসেনা থেকে ভাঙিয়ে আনা হয়। তারপর একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী বানিয়ে মহারাষ্ট্রের সরকার চালাচ্ছে বিজেপি। 

আদালতে দাঁড়িয়ে পার্থ চ্যাটার্জি দাবি করেছেন তিনি সংশোধনাগারে যথার্থ চিকিৎসা পাচ্ছেন না। সেই মন্তব্যের প্রেক্ষিতে সেলিম বলেন, ‘‘মমতা ব্যানার্জি যেহেতু নিজে তাড়াতাড়ি যাবেন, তাই জেলগুলিকে ইতিমধ্যেই বাড়ির মত করে তৈরি করেছে তৃণমূল। মামাবাড়ির আবদার। অনুব্রত মন্ডল আবদার করেছিলেন, জেলে বাড়ির মত সুবিধা দিতে হবে। আমরা চাই সংশোধনাগারের পরিবেশ মানবিক হোক। কিন্তু সেই সুবিধা যেন প্রত্যেক বন্দী পান। ভিআইপি’রা জেলে যাবে বলে জেলকে ভিআইপি আবাসে পরিণত করা হবে, এটা ঠিক নয়।’’

কুণাল ঘোষকে একহাত নিয়ে সেলিম বলেন, ‘‘কুণাল ঘোষ একজন স্বীকৃত দালাল। আমি ওনাকে মুখপাত্র বলিনা। ওনার মুখ আছে, কিন্তু পাত্র ভালো নয়।’’

কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট প্রসঙ্গে সেলিম বলেছেন, ‘‘তৃণমূল যেঁচে কংগ্রেসের সঙ্গে জোটের আলোচনা করেতে গিয়েছিল তৃণমূল। কিন্তু তারপরেও যখন তৃণমূল গালাগাল করছে, তখন বুঝতে হবে এত সাধাসাধির পরেও কংগ্রেস বোধ হয় রাজি হয়নি। তাই কংগ্রেসকে গাল পাড়া শুরু করেছে তৃণমূল।’’

 

Comments :0

Login to leave a comment