মানিকচক ব্লকের গঙ্গা নদীর প্রত্যন্ত চর ভুতনী চরের প্রত্যন্ত এলাকা গদাই চরের প্রত্যন্ত এলাকায় দু’টি বুথ। চারদিকে নদী। বিহার, ঝাড়খণ্ড ও বাংলার সীমানা পরিবেষ্টিত এলাকা। প্রতি বছর বন্যা ও ভাঙনে এলাকার মানুষ বিপর্যস্ত হন। সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের ডাকে ২০শে এপ্রিল ব্রিগেড সমাবেশ। তারই প্রচারকে সামনে রেখে নদী ভাঙন ও বন্যা রোধের দাবিতে গদাই চরের দুটি বুথে হল পদযাত্রা। বহু মানুষ যোগ দেন।
ভাঙন রোধের পাশাপাশি মহিলাদের শৌচালয়, প্রাথমিক স্কুলে পড়াশোনা, স্থানীয় স্বাস্থ্য পরিষেবার দাবিও উঠেছে। জমি নদীগর্ভে চলে গেলেও কৃষকরা কোনও সরকারি সহায়তা পান না।
দুয়ারে সরকার হয়নি এখানে গ্রাম পঞ্চায়েত আসনে সিপিআই(এম) জয়ী বলে। এলাকায় কোন রেশন দোকান নেই। গঙ্গা পেরিয়ে রেশন আনতে এক ঘণ্টা সময় লাগে। এই সব দাবিতেও সোচ্চার হয়েছে পদযাত্রা।
বক্তব্য রাখেন সিআইটিইউ-র জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ ধনঞ্জয় মন্ডল, দীপঙ্কর ঘোষ বিক্রম সরকার, সায়ন্ত মন্ডল, সূর্য মন্ডল সভার সভাপতি রামানন্দ মাহাতো। ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েতের সিপিআই(এম) সদস্য সঞ্জীব মাহাতো।
Brigade Campaign Manikchak
২০ এপ্রিল ব্রিগেডের প্রচারে ভাঙন রোধের দাবিও মানিকচকে
×
Comments :0