Mohun Bagan Super Gaint

জমকালো প্রেস কনফারেন্সে জেমির মুখে ডার্বির কথা

জাতীয় খেলা

১৮ আগস্টের ডার্বির জন্য তিনি তৈরি, কলকাতা বিমানবন্দরে নামার পরেই সমর্থকদের উচ্ছ্বাসে তিনি গন্ধ পেয়ে গিয়েছেন কলকাতা ডার্বির। মঙ্গলবার মোমিনপুরের এস জি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মোহনবাগানের তারকা খেলোয়ার জেমি ম্যাকলারেন।  
মঙ্গলবার মোমিনপুরের আরপি এস জি অফিসে মোহনবাগান সুপার জায়ান্টের জমকালো পেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা, কোচ জোসে মলিনা ও জেমি ম্যাকলারেন। সাংবাদিকদের সবরকম প্রশ্নের উত্তর দেন তারা। 
বাগান কোচ মোলিনাকে প্রশ্ন করা হয় মোহনবাগানে কোচের দায়িত্ব তার কাছে কোন বাড়তি চাপের কি না? মোলিনা জানালেন যে, তিনি এর আগে এটিকে দলের কোচিং করানোয় কলকাতার সমর্থকদের প্রত্যাশার ব্যাপারে তিনি অবগত। তাই তিনি জানান মোহনবাগান সমর্থকদের যেই প্রত্যাশা তা পুরন করতে তিনি তৈরি। 
জেমি ম্যাকলারেন ছাড়া জ্যাসন কামিন্স পেট্রাটোসের মতো দুজন অস্ট্রেলিয় স্ট্রাইকার রয়েছে দলে। মোহনবাগানের তারকা বিদেশি জানান যে, এর আগে জ্যাসন কামিন্স এবং পেট্রাটোসের সাথে তিনি খেলেছেন। নতুন দলের সতীর্থ টমের বিরুদ্ধেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তাই তিনি অধির আগ্রহে অপেক্ষায় রয়েছেন পুরোনো সতীর্থদের সাথে খেলার জন্য ।
সঞ্জীব গোয়েঙ্কা জানান যে, এই বছর আরো ভালো দল গড়া হয়েছে। প্রতেকটি পজিশনেই ভালো ভালো ফুটবলাররা রয়েছেন। তাই ট্রফি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি। 
এদিন ডিফেন্ডার আনোয়ার আলী প্রসঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা মুখ খোলেন। তিনি জানান যে, বিষয়টা প্লেয়ার্সরা স্ট্যাটাস কমিটিতে রয়েছে । তাই এই বিষয়ে বিশেষ কিছু বলা ঠিক হবে না। তবে তিনি বলেন, মোহনবাগান একটা আবেগ এবং ঐতিহ্য। তাই ক্লাবের উর্ধে কেউই নয়।

Comments :0

Login to leave a comment