শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে সতর্কতা মাথায় রাখছেন মোহনবাগান কোচ মলিনা। সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানান ' বাকি দুটি ম্যাচও আমরা জিততে চাই।কার্ড সমস্যা মাথায় রেখেই আমরা খেলব '। দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে তার দল তাই গোটা মরশুম ভালো পারফরমেন্স করার মন্ত্র জানালেন মলিনা ' ডিসপ্লিন্ড , কোয়ালিটি , প্রতিভা এই তিন মন্ত্রেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি ' । পরের ম্যাচে নতুন ফুটবলারদের সুযোগ দেওয়ার ব্যাপারে তিনি বলেন ' আমার নিজস্ব পরিকল্পনা রয়েছে অবশ্যই। সেটা পরের ম্যাচে লাইনআপ দেখলেই আপনারা বুঝতে পারবেন। গুরুত্বপুর্ন খেলোয়াড়রা না থাকলেও কোনো সমস্যা নেই। বেঞ্চে যারা রয়েছে তারা সবসময় এভেইলিবিল '। আগামী ৮ তারিখ গোয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার পর আবার সেই এপ্রিলে রয়েছে সেমিফাইনালের ম্যাচ । তবে মলিনা তার দলের খেলোয়াড়দের মধ্যে কোনো আত্মশ্লাঘা আসতে দেবেননা । বিশাল তার দলে নিয়মিত প্রথম এগারোয় থাকেন । এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ' বিশাল সবসমই আমার সেরা একাদশে ছিল। কারণ আমার কাছে ওইই সেরা গোলরক্ষক। ওর কোনো চোট নেই। কিন্তু কোনো সমস্যা হলে ধীরাজরাও রয়েছে। প্রয়োজনে ওদের কেও আমি খেলাবো '। মলিনা নিজেও গোলরক্ষক ছিলেন। তাই বিশালকে নিয়ে তিনি বলেন ' ও খুব দ্রুত। রিফ্লেক্স খুব ভালো। রক্ষণভাগকে ভালো নিয়ন্ত্রণ করে পিছন থেকে। ও ভুল খুব কম করে। আমরা যে কোটা গোল খেয়েছি। সেগুলো কোনোটাই বিশালের একার দোষে নয় '। চ্যাম্পিয়ন হয়েও যাতে খেলোয়াড়দের অতিরিক্ত আত্মবিশ্বাস গ্রাস না করে সেইদিকে বাড়তি নজর দিচ্ছে মলিনা। ৫২ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছে মোহনবাগান। লিগের শেষ দুটো ম্যাচ জিতে তাই ৫৮ পয়েন্টেই লিগ শেষ করতে চান মলিনা ।আগামীকাল বিকেল ৪: ৩০টের বিমানে মুম্বই উড়ে যাবে মোহনবাগান দল।
indian super league
শিল্ড জিতেও মুম্বইকে নিয়ে বিশেষ সতর্ক মলিনা

×
Comments :0