Junior Doctor protest

আগামীকাল ‘ন্যায় বিচার যাত্রা’ এবং ‘মানব বন্ধন’

রাজ্য কলকাতা

শনিবার ‘ন্যায় বিচার যাত্রার’ ডাক দিলেন জুনিয়ার ডাক্তাররা। আগামীকাল আর জি করের নির্যাতীতা চিকিৎসকের বাড়ি থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত হবে এই মিছিল। এক টানা না হয়ে রিলে পদ্ধতিতে এই মিছিল হতে পারে বলে খবর। এর আগে নাগরিক সমাজের ডাকে আর জি কর কাণ্ডে অজয়নগর থেকে শ্যামবাজার পর্যন্ত হয়েছিল রিলে মিছিল।
টানা ১৩ দিন ১০ দফা দাবিকে সমানে রেখে ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা। ইতিমধ্যে তিনজন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। প্রতিদিন সমাজের বিভিন্ন অংশের মানুষ চিকিৎসকদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন মঞ্চে উপস্থিত হচ্ছেন। সিনিয়র চিকিৎসকরাও প্রতিদিন এই অনশন মঞ্চে যাচ্ছেন। অনশনে যোগও দিচ্ছেন তারা।
এদিন অনশনরত চিকিৎসক সায়ন্তনী ঘোষ হাজারা বলেন, ‘‘আমরা এখানে অনশন করছি। শুধুমাত্র জল খেয়ে থাকছি। কথা বলতে কষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী উৎসবে মেতে আছেন। কোথায় ওনার মাতৃসত্তা? আমাদের এখানে উনি একবারও এলেন না। উনি এতো নিষ্ঠুর !’’
অন্যদিকে শনিবার বিকেল পাঁচটা থেকে সাতটা রুবি থেকে বেলেঘাটা বিল্ডিং মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে ময়দানের বন্ধুরা। ওইদিনের ডার্বি হবে দ্রোহের ডার্বি এমনটাই দাবি করছেন মোহন বাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকরা। পাঁচটায় মানববন্ধন শুরু হবে, সাতটা পর্যন্ত চলবে।

Comments :0

Login to leave a comment